আওয়ামী লিগ (Awami League) বিগত দিনগুলির মতোই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। মহম্মদ ইউনুস (Md Yunus) সরকারের নির্দেশ আওয়ামী লিগ মানবে না বলে সোমবার রাতে দলের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেন দলের নেত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)।
শেখ হাসিনা ও মহম্মদ ইউনুস।
শেষ আপডেট: 12 May 2025 23:38
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগ (Awami League) বিগত দিনগুলির মতোই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। মহম্মদ ইউনুস (Md Yunus) সরকারের নির্দেশ আওয়ামী লিগ মানবে না বলে সোমবার রাতে দলের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেন দলের নেত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)।
সোমবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Bangladesh interim government) এক নির্দেশনামা জারি করে আওয়ামী লিগের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, আওয়ামী লিগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আগামী দিনে আওয়ামী লিগকে পুরোপুরি নিষিদ্ধ করার কথাও জানিয়েছে সরকার। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (International Crime Tribunal, Dhaka) ক্ষমতা দেওয়া হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার (empower to impose ban political parties)। ওই ট্রাইব্যুনালেই সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে অভিযোগ করা হয়েছে গত বছর জুলাই অগাস্টে গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করতে পুলিশকে নির্দেশ দেন।
ইউনুস সরকারের নির্দেশ জারির দিনেই দলের ভার্চুয়াল সভায় তোপ দাগেন হাসিনা। সংক্ষিপ্ত ভাষণে আগাগোড়া চ্যালেঞ্জের সুরে বলেন, ইউনুস সরকার অবৈধ। এই সরকারের সব সিদ্ধান্ত অবৈধ।
হাসিনা বলেন, আওয়ামী লিগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি। কে মহম্মদ ইউনুস যে আওয়ামী লিগকে নিষিদ্ধ করবে?
হাসিনা সোমবার আওয়ামী লিগের 'দায়মুক্তি' অনুষ্ঠানে দলের শহিদ পরিবারের সদস্যদের মুখ থেকে নির্যাতন, নিপীড়নের কথা শোনেন। সকলেই হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে জানান, তাঁরা বিচার চান। হাসিনা তাঁদের বলেন, বিচার হবেই। একজন খুনিও রেহাই পাবে না।
আওয়ামী লিগ নেত্রী বলেন, আল্লাহ বারে বারে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। নিশ্চয়ই আমাকে দিয়ে কোনও ভাল কাজ করাতে চান। বিচার করবই, ইনশাআল্লাহ।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লিগ কী অপরাধ করেছে? হত্যাকাণ্ড ঘটিয়েছে বিএনপি-জামাত এবং ইউনুসের বাহিনী। এরাই হত্যা করে আওয়ামী লিগের বিরুদ্ধে দোষ চাপিয়ে দিয়েছে।