শেষ আপডেট: 7th February 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারকে জড়িয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার কড়া জবাব দিল নয়াদিল্লি। শুক্রবার সাউথ ব্লকে বাংলাদেশের অস্থায়ী হাই কমিশনার মহম্মদ নুরুল ইসলামকে ডেকে ভারত সরকারের অসন্তোষের কথা জানিয়ে দেন বিদেশ মন্ত্রকের কর্তারা।
দিল্লি থেকে হাসিনা বুধবার আওয়ামী লিগের অনলাইন প্ল্যাটফমে যুক্ত হয়ে ভাষণ দেন। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকার এবং মহম্মদ ইউনুসের তীব্র সমালোচনা করেন। বাংলাদেশ সরকার ঢাকায় কর্মরত ভারতের অস্থায়ী রাষ্ট্রদূতকে ডেকে হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি নোট দিয়েছিল।
ভারতের বিদেশ মন্ত্রক শুক্রবার বাংলাদেশের দূতকে বলেছে, শেখ হাসিনার বক্তব্য তাঁর ব্যক্তিগত। এরসঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। বাংলাদেশ সরকার তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছে নয়া দিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, বাংলাদেশ যেন ভারত সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছাড়ে। এই জাতীয় নেতিবাচক দৃষ্টিভঙ্গি দু দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয় বলে ঢাকার দূতকে জানিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'উসকানিমূলক' কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা এর আগে শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে বিরত রাখতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু আমরা কোনও সাড়া পাইনি। পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে আপত্তি জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে অত্যন্ত আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করেছিলেন। এতে তারা তরুণ প্রজন্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে ইঙ্গিত দেন।