Date : 19th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দেউচা‑পাঁচামি খনিতে কয়লা উত্তোলনে আন্তর্জাতিক সংস্থা-সহ ছয় কোম্পানিকে বাছাই করল রাজ্যমেঘালয়ে রাস্তার মাঝে দিনেদুপুরে দা দিয়ে কুপিয়ে খুন স্কুলছাত্রী, অধরা অভিযুক্ত'তদন্ত শেষ হয়নি, এক বছর পরেই সব জানা যাবে', এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় কী বলছে মার্কিন সংস্থা?বক্স অফিসে বাজিমাত 'সাইয়ারা'-র, প্রথম দিনেই কত আয় করল আহান পান্ডের ছবি?সঙ্ঘের সদস্য, প্যাডে মোদীর ছবি, ধর্মান্তরের 'গোপন কম্মটি' কীভাবে করতেন ছঙ্গুর বাবাতাজমহলের পার্কিংয়ে বৃদ্ধ বাবাকে গাড়িতে বেঁধে রেখে বেড়াতে গেল ‘অষ্টম আশ্চর্য’ ছেলেবউরাভেঙে গেল হার্দিক ও জেসমিনের সম্পর্ক! ইনস্টাগ্রামে একে অপরকে করলেন আনফলো 'মারাঠি বোঝো না? তাহলে থাপ্পড় খেতে হবে!' মুম্বইয়ে অ-মারাঠিদের প্রকাশ্যে হুমকি রাজ ঠাকরেরদু'বোনের ‘অশ্লীল’ রিলসে তিতিবিরক্ত, গ্রেফতারির পর জামিন পেতেই রাগে গজগজ করছেন গ্রামবাসীরাজন্মের পরপরই সামনে এল কিয়ারা-সিদ্ধার্থর ছোট্ট মেয়ের ছবি! এক ফ্রেমে সলমনও
Bangladesh Sheikh Hasina

হাসিনা নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের হত্যা মামলা

এই নিয়ে আওয়ামী লিগ নেত্রীর বিরুদ্ধে ২২৮টি হত্যা মামলা দায়ের হল বলে জানা গিয়েছে। যদিও বহু মামলা থেকে ইতিমধ্যে অভিযোগকারীরা সরে গিয়েছেন।

হাসিনা নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের হত্যা মামলা

শেষ আপডেট: 6 July 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার (ex PM of Sheikh Hasina) বিরুদ্ধে আরও একটি খুনের মামলা দায়ের হল। রবিবার মামলাটি দায়ের হয় ঢাকার ধানমন্ডি থানায়। এই নিয়ে আওয়ামী লিগ নেত্রীর (Awami League president) বিরুদ্ধে ২২৮টি হত্যা মামলা দায়ের হল বলে জানা গিয়েছে। যদিও বহু মামলা থেকে ইতিমধ্যে অভিযোগকারীরা সরে গিয়েছেন। যাদের খুন করা হয়েছে বলে মামলা দায়ের হয়েছে তাদেরও অনেকেই বেঁচে আছেন বলে ইতিমধ্যে জানা গিয়েছে।

বাংলাদেশে সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তা বাহিনী রবের হেলিকপ্টার আছে। ওই বাহিনী জানিয়েছে তারা কখনও কপ্টার থেকে গুলি চালায়নি।

গড বছর জুলাই-অগস্ট মাসে কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশ-জনতা সংঘর্ষের সময় বহু নিরীহ মানুষ মারা যান। তাঁদের একজন বছর চব্বিশের নাছিমা আক্তার। ধানমন্ডিতে এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। সেই সময় বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

রবিবার তাঁর দাদা হেলাল উদ্দিন সোলায়মান ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। তাতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করে তাঁর বোনকে হত্যা করেছেন।

মামলায় তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য সিনেমার নায়ক ফিরদৌস আহমেদের নামও রয়েছে।

মামলায় বলা হয়েছে, হত্যাকাণ্ডের সময় আকাশে হেলিকপ্টার এবং ড্রোন উড়ছিল। কপ্টার থেকে এলোপাতাড়ি গুলি চলে। প্রথমে গুলিবিদ্ধ হন মামলাকারী হেলাল উদ্দিনের ছেলে আইমান উদ্দিন। তাঁর বুক ভেদ করে গুলি নাছিমার গলায় বিঁধে যায়। আইমান চিকিৎসায় সেরে ওঠেন। নাছিমা পরদিন মারা যান। তিনি আদতে নোয়াখালির বাসিন্দা। ঢাকায় দাদার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ঘটনার এক বছর পর মামলা করা নিয়ে হেলালা উদ্দিন জানান, তিনি চাকরি সূত্রে স্পেনে থাকেন। সেখান থেকে দেশে ফেরার ছুটি পাচ্ছিলেন না।


ভিডিও স্টোরি