শেষ আপডেট: 17th November 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল সোমবার বাংলাদেশে জুলাই-অগাস্ট গণহত্যার বিচার শুরু হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই। হাসিনা-সহ ৪৫ জনের বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার বাংলাদেশ পুলিশ অভিযুক্তদের মধ্যে ১৪ জনকে সশরীরে হাজির করবে।
তাদের মধ্যে আওয়ামী লিগ সরকারের ১০ জন সাবেক মন্ত্রী রয়েছে। বাকি চারজনের দু’জন ছিলেন হাসিনার উপদেষ্টা। অন্য দু’জনের একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আর একজন সাবেক সচিব।
হাসিনাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে এক সপ্তাহ আগে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছিল। তারা এখনও বাংলাদেশ সরকারের আর্জি নিয়ে কিছু জানায়নি। রবিবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতীয় প্রতিনিধির কাছে বাংলাদেশের বক্তা জানতে চান শেখ হাসিনাকে কবে ফেরাবে ভারত। জবাবে ভারতের অতিথি বক্তা বলেন, বাংলাদেশ তো হাসিনাকে ফেরাতে বলেনি। আগে ফেরানোর আর্জি জানাক। তখন ভারত জবাব দেবে।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও ইউনুস সরকার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। সরকারি সূত্রের খবর, ইন্টারপোল ভারত সরকারের কাছেও হাসিনার বিষয়ে এখনও জানতে চায়নি।
গত ২৭ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ১৮ নভেম্বর একটি খুনের মামলায় হাসিনা-সহ ৪৬জনকে ১৮ নভেম্বর সোমবার তাঁর সামনে হাজির করার নির্দেশ দেন। বাংলাদেশ পুলিশ তাদের হেফাজতে থাকা ১৪জনকে সোমবার ট্রাইব্যুনালের সামনে পেশ করবে। তারা হলেন, সাবেক মন্ত্রী দীপু মনি, আনিসুল হক, রাশেদ খান মেনন, ফারুক খান, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।