শেষ আপডেট: 13th August 2024 15:25
দ্য ওয়াল ব্যুরো: কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে আবু সাইদ নামে এক মুদি দোকান মালিকের মৃত্যুর ঘটনায় ভারতে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হল বাংলাদেশে। অভিযোগ করেছেন, আমির হামজা নামে এক ব্যক্তি।
গৃহযুদ্ধের পর গত ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলা। অভিযোগ রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক রাজেশ চৌধুরি আজই খুনের মামলা রেকর্ড করতে মোহাম্মদপুর থানা-পুলিশকে নির্দেশ দেন।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরির আদালতে মামলাটি করেন হামজা। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিনই এই মামলার শুনানি হওয়ার কথা। মামলায় অন্য অভিযুক্তরা হল—আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরি আবদুল্লা আল-মামুন, ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ, ডিএমপির প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির প্রাক্তন যুগ্ম কমিশনার বিপ্লবকুমার সরকার। পাশাপাশি অজ্ঞাতনাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। অনেক ছাত্র-জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।