শেষ আপডেট: 15th February 2025 20:58
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে হতে পারে বলে একাধিকবার আভাস দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তার আগে কি উপজেলা এবং নগর প্রশাসন অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচন হবে?
এই ব্যাপারে ভিন্ন সুর বিএনপি-জামাতি ইসলামির। জামাতি ইসলামি অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন চায়। অন্যদিকে, বিএনপির দাবি, প্রথমে জাতীয় সংসদ নির্বাচন করাতে হবে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বাকি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শনিবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ডাকা জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানান, তাঁরা সবচেয়ে আগে জাতীয় সংসদ নির্বাচন চান।
সরকার কী চায়? সুত্রের খবর অন্তর্বর্তী সরকার মুখে বিষয়টি রাজনৈতিক দলগুলির উপর ছেড়ে দিলেও তাদের বাসনা হল আগে হোক স্থানীয় সরকারের ভোট।
জানা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। ওই দলের সঙ্গে জামাতি ইসলামির অলিখিত আসন সমঝোতা হতে পারে। নতুন দলের নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন করার ভাবনা আছে। যাতে জাতীয় সংসদ নির্বাচনে লড়াই সহজ হয়।
রাজনৈতিক মহলের খবর, বিএনপি এই খেলা ধরতে পেরে আগেভাগে দাবি তুলেছে, সংসদ ভোট আগে করাতে হবে।