বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত রিপোর্ট পেশ করল বাংলাদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল।
শেখ হাসিনা ও মহম্মদ ইউনুস
শেষ আপডেট: 12 May 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (ex PM of Bangladesh Mrs. Sheikh Hasina) বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International Crime Tribunal, Dhaka) তদন্ত রিপোর্ট পেশ করল বাংলাদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (special investigation team of Bangladesh police)। সোমবার দুপুরে পেশ করা রিপোর্টে আওয়ামী লিগ নেত্রীকে (Awami league president) গত বছর জুলাই-অগাস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থান (mass upsurge) দমনে পুলিশকে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।
ট্রাইব্যুনালে সরকার পক্ষের আইনজীবী তথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম (Chief Prosecutor Md Tazul Islam) জানান, রিপোর্টটি খতিয়ে দেখার পর ট্রাইব্যুনালের বিচারপতির কাছে পেশ করা হবে। ইদের পর বিচার শুরু করা হবে।
হাসিনার বিরুদ্ধে প্রায় তিনশো খুনের মামলা বাংলাদেশের বিভিন্ন আদালতে দায়ের হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয়েছে আরও দুটি মামলা। গত বছর গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর দশ মাসের মাথায় সোমবার প্রথম তাঁর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ হল। সরকারি সুত্রের খবর, হাসিনার অনুপস্থিতিতে তাঁর বিচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অক্টোবর মাসের মধ্যে সাজা ঘোষণার পরিকল্পনা নিয়ে এগচ্ছে প্রশাসন।
গত রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতা বৃদ্ধি করে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার বিধান আইনে যুক্ত করেছে। হাসিনার সাজা ঘোষণার পাশাপাশি তাঁর দলকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনা বেশি।
হাসিনার বিরুদ্ধে যে ধরনের মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে বাংলাদেশের আইনে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। ইতিমধ্যে রাষ্ট্রসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশন এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারকে মৃত্যুদণ্ডের ধারাটি বাতিল করতে বলে চিঠি দিয়েছে।