শেষ আপডেট: 11th January 2025 17:51
দ্য ওয়াল ব্যুরো: ঘটনার তদন্তের কথা আগেই জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, গণ অভ্যুত্থানের পর সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করবে সরকার।
তিনি আরও জানিয়েছেন, সরকার সাম্প্রদায়িক হিংসার ঘটনা বন্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। হামলা, হিংসার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপ প্রেস সচিব জানান, পুলিশ সদরে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। হিংসার ঘটনার খবর ওই নম্বরে জানালে পুলিশ সদর থেকে স্থানীয় বাহিনীকে খবর দিয়ে ঘটনাস্থলে পাঠানো হবে।
বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকে দিন পনেরো সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের একাধিক ঘটনা ঘটে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল দু হাজারের বেশি হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ সরকারের তরফে দাবি করা হয়েছে, প্রতিটি ঘটনার পুলিশ তদন্ত করেছে। বেশিরভাগ ঘটনাই রাজনৈতিক। সাম্প্রদায়িক হিংসার ঘটনা অনেক কম।