শেষ আপডেট: 13th September 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দেশের পরিস্থিতি এবং দলের অবস্থা নিয়ে মুখ খুলল আওয়ামী লিগ। ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর সাবেক শাসক দলের উপর যে হামলার অভিযান শুরু হয় তা এখনও চালু আছে। প্রতিদিনও বাংলাদেশের নানা প্রান্তে আওয়ামী লিগ কর্মীদের উপর হামলা এবং নির্বিচারে মামলা দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে শেখ হাসিনার একটি ফোনালাপের টেপ বাংলাদেশে চর্চার বিষয় হয়েছে। তাতে তিনি এক দলীয় নেতাকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত ১১৩টি মামলা হয়েছে। শুক্রবার আওয়ামী লিগ তাঁর ফেসবুকে জানিয়েছে, দেশে প্রায় ৫০ হাজার কর্মী সপরিবারে বিপদের মুখে আছেন। বেশিরভাগেরাই বাড়িছাড়া।
অনেককেই সপরিবারে এলাকা ছাড়তে হয়েছে বিএনপি ও জামাতের হামলার মুখে। লাগাতার গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দলের ফেসবুক-সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন বিএনপি-জামাতের সন্ত্রাসের নমুনা তুলে ধরা হচ্ছে।
সাবেক শাসক দলের অভিযোগ দলের জাতীয়, জেলা এমনকী উপজেলা পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ১০ থেকে ১৫টি করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লিগ জানিয়েছে, দলের ই-মেলে বিপন্ন কর্মী-সমর্থকেরা তাঁদের দুরবস্থার কথা জানিয়ে দলের কাছে সাহায্য চেয়েছেন। দলের তরফে বিপন্ন কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর আর্জি জানানো হয়েছে।