শেষ আপডেট: 25th July 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড গায়ক শাফিন আহমেদ মারা গিয়েছেন। দুই বাংলাতেই তাঁর ব্যান্ড মাইলস-এর গান বেশ জনপ্রিয়।
বৃহস্পতিবার সকালে আমেরিকার ভার্জিনিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।৷ বয়স হয়েছিল ৬১।
২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আগের দিন অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন।
শাফিনের আর এক পরিচয় হল তিনি দুই বাংলার জনপ্রিয় সরকার কমল দাশগুপ্ত ও নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী বলে খ্যাত ফিরোজা বেগমের পুত্র। বাবা মায়ের কাছেই তাঁর সঙ্গীতে হাতেখড়ি।
পড়াশুনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে পরে দেশে ফিরে আসেন। গড়ে তোলেন নিজের ব্যান্ড মাইলস। যুক্তরাষ্ট্রে থাকাকালেই পশ্চিমের সঙ্গীতের সঙ্গে সখ্য তৈরি হয় তাঁর।
পরবর্তীকালে মাইলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গান হল, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন', 'জন্মদিন তোমার’ ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’ ইত্যাদি।
শাফিনের ছোটবেলা কেটেছে কলকাতায় অ্যান্থনি বাগান লেন ও টালিগঞ্জে। ১৯৬৭ সালে তিন ছেলেকে নিয়ে ফিরোজা বেগম প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যান। পরে যান কমল দাশগুপ্ত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাঁরা নিয়মিত ঢাকা-কলকাতা করতেন। শাফিন কলকাতায় মা ফিরোজা বেগমের সঙ্গে এক মঞ্চে গান গেয়েছেন।
কয়েক বছর আগে শাফিন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, মায়ের গলায় নজরুল সঙ্গীত শুনতে উন্মুখ হয়ে থাকতেন বাবা৷ মায়ের একটা গানঘর ছিল, নাম আনন্দলোক। বাবা সেটির বাইরে দাঁড়িয়ে মায়ের গান শুনতেন। কলকাতায় থাকার সময় বাবার সঙ্গে বসে রেডিওতে ইডেনে ক্রিকেটের বড় ম্যাচের ধারাবিবরণী শুনতাম।