শেষ আপডেট: 30th September 2024 22:48
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে বাংলাদেশে রাষ্ট্রের নানা ক্ষেত্রে সংস্কার নিয়ে গঠিত ছয়টি কমিটির কাজ শুরু করার কথা ছিল। কিন্তু সোমবার পর্যন্ত এই ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। দিনভর এ নিয়ে টালবাহানার পর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, কমিশনের কাজের বিষয়ে সিদ্ধান্তের কিছু পরিবর্তন হয়েছে। কমিশন প্রথমে রাজনৈতিক দলগুলির মতামত নেবে। তারপর বিজ্ঞপ্তি জারি করা হবে।
একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দলের মতামত নেওয়ার সঙ্গে বিজ্ঞপ্তি জারির কী সম্পর্ক আছে? তাছাড়া কমিশন গঠনের কথা ঘোষণার সময়ই বিএনপি সহ একাধিক দল রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার পর কমিশনের কাজ শুরু করার পরামর্শ দিয়েছিল।
ইউনুস তখন সেই পরামর্শ কানে তোলেননি। ১৮ দিন পর তাঁর অফিস জানিয়েছে রাজনৈতিক দলের মতামত শোনার পর কমিশন কাজ শুরু করবে। প্রশ্ন উঠেছে, ইউনুস শুধু মৌখিক ভাবে কমিশনের চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছিলেন। বলা হয় চেয়ারম্যানেরা সদস্যদের বেছে নেবেন। বিজ্ঞপ্তি জারি না হওয়ায় সদস্য বাছাইয়ের চেয়ারম্যানেরা করতে পারবেন না। স্বভাবতই সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার বাড়তি সময় নিচ্ছে বলে অনেকেই মনে করছেন।
ইউনুস গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি নির্বাচন, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারে ছয়টি কমিশন গঠনের কথা জানান। প্রতিটি কমিশনের চেয়ারম্যানদের নামও ভাষণে উল্লেখ করেন তিনি।
কিন্তু তারপর গত ১৮ দিন সরকার কোনওরকম উচ্চবাচ্য করেনি। এরমধ্যে সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান বদল করা হয়েছে। অনেকেই মনে করছেন সংস্কারের কাজ পিছিয়ে যাওয়ার অর্থ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। কারণ সংস্কার অর্থাৎ আইন ও সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ছাড়া ভোট হবে না, আগেই সব দল সায় দিয়েছে।