শেষ আপডেট: 10th November 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ছে। আরও বেশ কয়েকজনের উপদেষ্টা হিসাবে রবিবার সন্ধ্যায় শপথ নেওয়ার কথা। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম। এছাড়া আছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি।
তালিকায় নাম আছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী শেখ বশির উদ্দিন এবং অধ্যাপক মহম্মদ সায়েদুর রহমানের। শেখ বশির আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অধ্যাপক মহম্মদ সায়েদুর রহমান পেশায় চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজির অধ্যাপক তিনি।
বছর তিরিশের মাহফুজ আলম এবং পরিচালক ফারুকিকে উপদেষ্টা করার সিদ্ধান্ত বড় চমক। ইউনুস তাঁর বিশেষ সহকারী মাহফুজকে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের তিনি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক। বলা হয়, তাঁর কথাতেই আন্দোলন পরিচালিত হত। গত ৮ আগস্ট ইউনুসের অন্তর্বর্তী সরকারে প্রথম দফায় শপথ নিয়েছিলেন দুই ছাত্র নেতা নাহিদ ইসলাম এবং সজীব ভুঁইয়া।
অন্যদিকে, সিনেমার জাতীয় ও আন্তর্জাতিক জগতে বাংলাদেশের পরিচিত নাম মোস্তফা সরয়ার ফারুকি বহু দিন ধরেই হাসিনা সরকারের তীব্র সমালোচক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোড়ায় চলচ্চিত্র জগতের যাঁরা আন্দোলনের সমর্থনে মুখ খুলেছিলেন ফারুকি তাঁদের অন্যতম। তাঁর স্ত্রী নুসরত ইমরোজ তিসা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। গত বছর ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি মুজিব একটি জাতীর নাম সিনেমায় তিনি শেখ মুজিবের স্ত্রী ফজলুতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন। সরকারি সূত্রে খবর আরও কয়েকজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করতে পারেন মহম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টারাই মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। ঢাকার একটি সূত্রের খবর, চার নয়, নতুন উপদেষ্টা হচ্ছেন আরও তিনজন।