শেষ আপডেট: 3rd December 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার ঘটনার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল এবং ভারত-বিরোধী স্লোগানের ঝড় বয়ে যাচ্ছে। এর পরেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সেখানে। চট্টগ্রাম-সহ বাংলাদেশের নানা প্রান্তেই সোমবার রাত থেকে বিক্ষোভ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে ‘হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এই ধরনের নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।
প্রশাসন জানিয়েছে, বাংলাদেশে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসের এলাকা-সহ প্রায় সমস্ত জায়গাতেই নিরাপত্তা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এক পুলিশকর্তার কথায়, ‘ঢাকার গুলশনে অবস্থিত ভারতীয় দূতাবাসসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপদূতাবাসেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকার পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে দূতাবাস ও তার আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’
সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার অভিযোগের পরেই এই পদক্ষেপ করা হয়। ঘটনার প্রেক্ষিতে নয়াদিল্লি ইতিমধ্যেই ত্রিপুরার হামলার তীব্র নিন্দা করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক মিশনের উপর আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশেও ভারতীয় দূতাবাসগুলির নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ ঘিরে দু’দেশের সোশ্যাল মিডিয়াও উত্তপ্ত। ভারতীয় তরফে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হচ্ছে এবং চলছে সমালোচনাও। যদিও বাংলাদেশের দাবি, সেখানে সংখ্যালঘুরা নিরাপদেই আছেন।