শেষ আপডেট: 3rd December 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: ভারত সরকারের বিরুদ্ধে কূটনৈতিক লড়াই তো আছেই, ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হিন্দু নির্যাতনের ঘটনাকে ভারতীয় মিডিয়ার পরিকল্পিত প্রচার ও ষড়যন্ত্র বলে বিদেশি রাষ্ট্রদূতদের জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেছেন, সামান্য কয়েকটি ঘটনা ৫ অগাস্ট সরকার বদলের সময় ঘটেছিল। তখন সাময়িকভাবে দেশে প্রশাসনিক দুর্বলতা ছিল। ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলে গিয়েছে। ধর্মীয় কারণে কোনও সংখ্যালঘুর উপর আক্রমণ হয়নি। সরকার, সেনা, পুলিশ সজাগ আছে।
বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত বিদেশি কূটনীতিকদের সোমবার রাতে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ভারতের অভিযোগ খণ্ডনে ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।
ঢাকার সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, বৈঠকে ভারত সরকারের সমালোচনা, অভিযোগের মোকাবিলায় তৌহিদ হোসেন ভারতের সংবাদমাধ্যমকেই মূল নিশানা করেন। বলেন, উদ্ভুত পরিস্থিতির জন্য ভারতের সংবাদমাধ্যম মূলত দায়ী। তাদের দায়িত্বজ্ঞানহীন ভূমিকার জন্যই দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে।
তিনি নাম না করে বাংলাদেশের মিডিয়ার একাংশেরও সমালোচনা করেছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে বাংলাদেশের দুটি জনপ্রিয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে কয়েকটি মৌলবাদী সংগঠন বিক্ষোভ করে, হামলা চালায়। অভিযোগ করা হয় ওই সংবাদপত্র দুটি ভারতের দালাল।
তবে বিদেশি রাষ্ট্রদূতদের সামনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা চলতি অস্থিরতার দায় মূলত ভারতীয় মিডিয়ার উপর চাপানোয় সংবাদমাধ্যমের অমর্যাদার বিষয়টি তো আছেই, বাংলাদেশে কর্মরত ভারতীয় সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আরও তীব্র হল বলে মনে করা হচ্ছে।