শেষ আপডেট: 8th January 2025 07:13
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের বাংলাদেশের কারাগারে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের কারা কর্তৃপক্ষ সেই অভিযোগ নসাৎ করেছে। তারা বলেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন।
জলসীমা অতিক্রম করায় বিভিন্ন সময়ে বাংলাদেশে আটক ৯৫জন ভারতীয় জেলেকে রবিবার মুক্তি দিয়েছে সে দেশের সরকার। ভারতও এ দেশে আটক বাংলাদেশি জেলেদের মুক্তি দিয়েছে। তিক্ততা কাটিয়ে দু-দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার দৃষ্টান্ত হিসাবেই দেখা হচ্ছিল বন্দি প্রত্যর্পণের এই সিদ্ধান্তকে।
রবিবার মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে ফিরে আসা ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন। আহত মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা করতে জেলা শাসককে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দেখে জানতে চাইলে তাঁরা মারধরের কথা বলেন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তাঁদের হাত-পা বেঁধে মারধর করা হয়েছে।’
বাংলাদেশের কারা কর্তৃপক্ষ বলেছে, ‘২ জানুয়ারি পটুয়াখালি ও বাগেরহাট জেলা কারাগার থেকে মোট ৯৫ জন জেলেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার সময় ভারতীয় হাই কমিশনের অফিসারেরা উপস্থিত ছিলেন। তখন কেউ নির্যাতনের কথা বলেননি। সবাইকে সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।’
কারা কর্তৃপক্ষ একটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর উদ্ধৃত করে দাবি করেছে, ওই সংবাদমাধ্যমের কাছে মুক্তি পাওয়া একজন জেলে বলেছেন, কারাগারে তাদের উপর কোনও নির্যাতন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সত্য নয়।