শেষ আপডেট: 5th February 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: বুধ ও বৃহস্পতিবার দলের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার। গত বছর ৫ অগাস্ট দেশ ছাড়ার ছয় মাসের মাথায় এই প্রথম দেশে থাকা নেতা-কর্মীদের উদ্দশে ভাষণ দেওয়ার কথা তাঁর।
এদিকে, দু’দিনই হাসিনার ভাষণের সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। তারা জানিয়েছে, হাসিনার ভাষণের সময় ঢাকার প্রতিটি মোড়ে জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থানের ভিডিও দেখানো হবে। মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হবে কীভাবে হাসিনার নির্দেশে পুলিশ গণহত্যা চালিয়েছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে ‘হা-সি-না’। এমন নির্লজ্জতার প্রতিবাদে হাসিনা ভাষণ দেওয়ার সময় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন।
তারা আরও বলেছে, বুধবার রাত ০৯ টায় বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানানো হচ্ছে। আশারাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থী ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।’ পরে পৃথক একটি ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনের নেতৃত্ব ঘোষণা করেছে, হাসিনার ভাষণ কোনও যে মিডিয়া প্রচার করবে তাদের জাতির শক্রু বলে গন্য করা হবে।
গত বছর ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তাঁর ভারতে অভস্থানের মেয়াদ মঙ্গলবার ছয় মাস পূর্ণ হয়েছে। ৭ ফেরুয়ারি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হবে। ঘরোয়া রাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দলের ফেসবুক পেজে সরাসরি হাজির হতে যাচ্ছেন হাসিনা। ভার্চুয়াল মাধ্যমে হলেও একদিক থেকে দেশছাড়ার পর বুধবারই প্রথম জনসমক্ষে আসবেন তিনি। গত বছর ভারতে চলে আসার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। গত দু মাস যাবত তিনি বিভিন্ন দেশে আওয়ামী লিগ সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তবে সেই ভাষণ মূলত মোবাইল ফোন ব্যবহার করেছেন তিনি। তাঁর চেহারা দেখা যায়নি।