শেষ আপডেট: 15th March 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: অভিনব সিদ্ধান্ত নিল কর্নাটকের (Karnataka) কংগ্রেস সরকার (Congress government) । মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiya) সরকার জানিয়েছে, রাজ্যের সরকারি প্রকল্পের কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে মুসলিম ঠিকাদারদের (Muslim contractors) জন্য চার শতাংশ সংরক্ষিত থাকবে। অর্থাৎ কাজের অন্তত চার শতাংশ মুসলিম ঠিকাদারেরা পাবেনই। বাকি কাজের বরাত দেওয়া হবে টেন্ডারের শর্ত মেনে।
কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় নেমেছে বিজেপি (BJP)। রাজ্য বিজেপি সভাপতি বিজয়েন্দ্র বলেছেন, এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী। তারা আদালতের কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবেন।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পাল্টা বক্তব্য, সরকার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করছে না। রাজ্যের পশ্চাৎপদ অংশের মানুষকে সরকারি কাজের বরাত পাওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য অনুন্নত শ্রেণির তালিকাভুক্ত মুসলিম সম্প্রদায় এই সুবিধা পাবে।
অন্যদিকে, বিজেপির অভিযোগ, কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাই খ্রিস্টান, বৌদ্ধ, জৈনরা সংখ্যালঘু (religious minorities) হওয়া সত্ত্বেও তাদের কাজের বরাত পেতে সুবিধা দেওয়া হচ্ছে না।
কর্নাটকে মুসলিমদের প্রশ্নে বিজেপি ও কংগ্রেসের অবস্থান সম্পূর্ণ উল্টো। ২০০২-এর মে মাসে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি সরকার সরকারি চাকরিকে মুসলিমদের জন্য বরাদ্দ চার শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করার কথা ঘোষণা করে। পদ্ম শিবির থেকে বলা হয়, তারা ফের সরকার গড়ার সুযোগ পেলে দায়িত্ব নেওয়ার পরই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হবে। অন্যদিকে, কংগ্রেস ঘোষণা করে তারা ক্ষমতায় এলে ওই সংরক্ষণ বহাল রাখবে। বিধানসভার সেই ভোটে মুসলিমরা দলবদ্ধভাবে কংগ্রেসকে সমর্থন করায় ভরাডুবি হয় বিজেপির।
রাজ্যের মুসলিম ঠিকাদারেরা অভিযোগ করে আসছিল বিজেপি জমানায় তাদের সরকারি কাজের বরাত দেওয়া হয়নি। পদে পদে বঞ্চিত করা হয়েছে। বহু মুসলিম ঠিকাদার ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বক্তব্য, রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলিমরা আর্থিকভাবে অনেক পিছিয়ে। তাই মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করা হল।