শেষ আপডেট: 27th January 2025 09:58
দ্য ওয়াল ব্যুরো: রাতভোর দফায় দফায় ছাত্র সংঘর্ষের জেরে ঢাকার জনজীবন ফের অস্থির হয়ে উঠেছে। রাজধানীর সাতটি কলেজের পড়ুয়াদের ডাকা হরতালে ঢাকার বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন ব্যহত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে রেখেছে পুলিশ-বিজিরি-সেনার যৌথ বাহিনী। পড়ুয়াদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে ক্যাম্পাস অন্যদিনের তুলনায় ফাঁকা। উপাচার্য, সহ-উপাচার্যদের বাংলো ঘিরে রেখে বিজিবি।
ফের অশান্তির ভয়ে রাস্তায় যানবাহন কম। ফলে সাধারণ পরিবহণে ভিড় উপচে পড়ছে। পরিস্থিতির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে গেলে তীব্র ক্ষোভের মুখে এলাকা ছাড়েত বাধ্য হন। এক পর্যায়ে তাঁর গাড়ি ধাওয়া করে ছাত্ররা।
ঘটনার সুত্রপাাত রবিবার রাতে। রাজধানীর সাতটি নামজাদা কলেজ বহু বছর ধরেই স্বশাসন দাবি করে আসছে। তাদের বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় কলেজের শিক্ষার মান কমে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় সাত কলেজের কয়েকশো শিক্ষার্থী পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের কাছে স্মারকলিপি দিতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে-বাইরে কলেজ ছাত্ররা অবরোধ করে।
রবিবার গভীর রাতে সংঘর্ষের চিত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলেজ ছাত্রদের ক্যাম্পাস ছাড়া করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে একে হস্টেল থেকে বেরিয়ে এসে ধাওয়া করে। তাতেই দু-পক্ষের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। দফায় দফায় সংঘর্ষ চলে রাত তিনটে পর্যন্ত। ছাত্রদের ইট-পাথরের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড ফাটায়। তীব্র আওয়াজে আশপাশের মানুষের ঘুম ভেঙে গেলে অনেকেই পথে নেমে আসেন।
গভীর রাতে ঢাকা হস্টেল থেকে বেরিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারমুখী ছাত্ররা।
সাত কলেজের ছাত্রদের দাবি, স্বশাসন না দেওয়া পর্যন্ত কলেজগুলিতে ছাত্র ভর্তিতে চলতি কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। ক্লাসে ধারণ ক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে এবং সাত কলেজের ভর্তি ফি’তে স্বচ্ছতা আনতে হবে।
পুলিশ জানিয়েছে, ইট-পাথরের আঘাতে বহু ছাত্র এবং পুলিশ ও বিজিবি সদস্য আহত হয়েছে। আহত অনেক ছাত্র গেফতারির ভয়ে সরকারি হাসপাতানে যায়নি।