বিক্ষোভরত ছাত্র-শিক্ষকদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।
ঢাকায় আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা
শেষ আপডেট: 14 May 2025 21:59
দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) আন্দোলনরত ছাত্রদের নির্বিচারে মারধর করার অভিযোগে উত্তপ্ত রাজধানীর পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ছাত্রছাত্রীদের প্রতিবাদে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহম্মদ রেজাউল করিম (Vice Chancellor join in protest) এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন-সহ বহু শিক্ষক। পড়ুয়াদের সঙ্গে গলা মিলিয়ে তাঁরাও পুলিশি নির্যাতনের (Police torture) প্রতিবাদ জানাচ্ছেন। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনা।
দুপুরে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Chief Advisor Md Yunus) অফিস যমুনা অভিমুখে ছাত্রদের লং-মার্চ (long-march by students) রুখতে পুলিশ নির্বিচারে লাঠি (Lathi charge), কাঁদানে গ্যাস (tear gas), জল কামান (water canon) এবং সাউন্ড গ্রেনেড (sound grenade) ব্যবহার করে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা ঘটনার নিন্দা (condemn by Sheikh Hasina) করেন। আওয়ামী লিগ সুত্রে জানানো হয়েছে, হাসিনা বলেছেন, ছাত্রদের উপর পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ায় ৩০-৪০ জন আহত হয়েছে। আমি জঙ্গি ইউনুসের এহেন ছাত্র নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। একাধিক সুত্রে জানা গিয়েছে, পুলিশের মারে আহত দু’জনের অবস্থা গুরুতর। ঢাকা মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
বিক্ষোভরত ছাত্র-শিক্ষকদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। পুলিশের মারে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মহম্মদ রইছ উদ্দিন। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব।’ ছাত্রদের আন্দোলন বাড়তি মাত্রা পেয়ে গিয়েছে স্বয়ং উপাচার্য প্রতিবাদে শামিল হওয়ায়।
ছাত্রদের দাবি বিশ্ববিদ্যালের ৭০ শতাংশ আবাসিক পড়ুয়াকে ঘর দিতে পারছে না কর্তৃপক্ষ। তারা সেই কারণে আবাসিক ভাতা দাবি করছেন। বিশ্ববিদ্যালয় যাতে আবাসিক ভাতা দিতে পারে সেজন্য বাজেট কাটছাট না করার দাবি জানিয়ে ক’দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র ও শিক্ষকেরা।