শেষ আপডেট: 19th January 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: চিন্ময়কৃষ্ণ দাসের জামিন চেয়ে রবিবার মামলা করা হল বাংলাদেশ হাই কোর্টে। বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের আহ্বায়ক চিন্ময়ের জামিনের আবেদন গত ২ জানুয়ারি চট্রগ্রামের আদালত খারিজ করে দেন। গত ২৬ নভেম্বর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি।
হিন্দু মহাজোটের এই নেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা দায়ের করেছে বাংলাদেশ পুলিশ। তাঁর ডাকা সভায় জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা টাঙানো হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন তিনবার খারিজ হওয়ার পর নিয়ম মেনে হাই কোর্টে আর্জি জানানে হয়েছে রবিবার্। হাই কোর্টের বিচারপতি মহম্মদ আলি রেজার ও বিচারপতি আতেয়ার রহমানের বেঞ্চ মামলাটি গ্রহণ করে সোমবার শুনানি হবে বলে জানিয়েছে।