সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেষ আপডেট: 18th February 2025 14:31
দ্য ওয়াল ব্যুরো: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আর দু মাসের মধ্যে চার্জশিট বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা করা হবে বলে মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানাল বাংলাদেশ সরকার। সরকারপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, চেষ্টা করা হবে দুমাসের আগেই তদন্ত রিপোর্ট জমা করার।
ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদার সরকারপক্ষকে বলেন তাড়াহুড়ো করে অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট জমা করবেন না। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। ট্রাইব্যুনালে ফের মামলাটি উঠবে আগামী ২০ এপ্রিল।
ততদিনের মধ্যে শেখ হাসিনাসহ বেশিরভাগ আসামিকে দেশে ফেরানো সম্ভব কিনা তা নিয়ে সংশয় আছে। সেক্ষেত্রে তাঁদের পলাতক দেখিয়ে চার্জশিট পেশ করা হতে পারে। তাজুল ইসলাম জানিয়েছেন, অক্টোবর মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণার চেষ্টা করা হবে।
শেখ হাসিনা সহ আওয়ামী লিগের মোট ৪৫ জন সাবেক মন্ত্রী, সাংসদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে। হাসিনা ছাড়া বাকিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী তথা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রমুখ।
ট্রাইব্যুনালে মামলা আছে এমন বেশ কয়েকজন ঢাকার বিভিন্ন জেলে আটক আছেন। তাঁদেরও মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন হাসিনার সাবেক মন্ত্রিসভার আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, আমির হোসেন আমু, মহম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।