শেষ আপডেট: 15th November 2024 08:46
দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম পাকিস্তানের করাচির কোনও পণ্যবাহী জাহাজ নোঙর করল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সরাসরি জলপথে যোগাযোগ তৈরি হল বুধবারের এই ঘটনায়।
জানা গেছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়েছে জাহাজটি। এটিই ছিল করাচি থেকে সরাসরি বাংলাদেশের চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনও জাহাজ। জাহাজটি দুবাই হয়ে আসার পথে একাধিক বন্দরে ভিড়েছিল। চট্টগ্রামের আগে ভিড়েছিল করাচিতে। পানামার পতাকাবাহী জাহাজটির নাম উয়ান জিয়াং ফা ঝান। করাচি থেকে আসা এ জাহাজে ৩৭০টি কনটেনারে ভরা পণ্য ছিল।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নির্মাণের সম্ভাবনা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। এই জাহাজ আসা তারই অন্যতম প্রথম ধাপ বলে মনে করছেন অনেকে। প্রশ্ন উঠেছে, ৭১-এর মুক্তযুদ্ধের স্মৃতি কি তাহলে মুছে যাবে ইতিহাস থেকে?
এমনটা হলেও খুব আশ্চর্যজনক কিছু হবে না বলেই মনে করছেন অনেকে। কারণ বাংলাদেশে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' বলে মানতে নারাজ। ওই স্বীকৃতি কেড়ে নিতে বুধবারই বাংলাদেশ হাইকোর্টে জোর সওয়াল করেন দেশটির প্রধান আইন আধিকারিক তথা অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান।এর পরে বৃহস্পতিবারই এল পাক জাহাজ।
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অবশ্য এই নতুন জলপথকে বাণিজ্যের নিরিখে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। দু'দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, এতে দু'দেশের বাণিজ্যের প্রসার হবে, ছোট ব্যবসায়ীদের সুযোগ বাড়বে।
জানা গেছে, এই জলপথে আদতেই আশার আলো দেখছে দুই দেশই। কারণ চাল, পেঁয়াজ, ফলমূলসহ বিভিন্ন খাদ্যপণ্য, এমনকি পোশাকের কাঁচামাল সরাসরি আনা গেলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। আবার পাট-সহ অনেক পণ্যের রফতানিও ত্বরান্বিত হবে।
মাস তিনেক আগে দেশজুড়ে চরম অশান্তির মুখে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তার আগে প্রবল অশান্তি তৈরি হয়েছিল বাংলাদেশে। শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর সেখানে তৈরি হয় নতুন অন্তর্বর্তী সরকার, দায়িত্বে মহম্মদ ইউনুস। তার পরেই এই জাহাজ ভেড়ার ঘটনায় রাজনৈতিক তাৎপর্যও দেখছেন অনেকে।