শেষ আপডেট: 9th December 2024 10:41
দ্য ওয়াল ব্যুরো: রবিবারের পর বুধবার। তিনদিনের ব্যবধানে ফের ভারতের বিরুদ্ধে আরও একটি কর্মসূচি ঘোষণা করল বিএনপি। বুধবার ভারতের ত্রিপুরা রাজ্য অভিমুখে লং মার্চ করার ডাক দিয়েছে খালেদা জিয়ার দল। রবিবার ঢাকায় ভারতের হাই কমিশন অফিস অভিযান করে দলটি।
রবিবার তাদের ঢাকার নয়া পল্টন অফিস থেকে বিএনপি ভারতের হাই কমিশন অফিস অভিমুখে যাত্রা শুরু করলে অনেক আগেই তাদের রুখে দেয় পুলিশ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে হামলা, কলকতায় সে দেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি নেয় দলটি। ফের বুধবার ঢাকা থেকে ত্রিপুরা অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে দলটি।
ওয়াকিবহাল মহল মনে করছে বাংলাদেশের অভ্যন্তরে এই মুহূর্তে বিদ্যমান ভারত বিরোধী আবহের সুযোগ নিতে চাইছে খালেদা জিয়ার দল।
ঘটনা হল এই ব্যাপারে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী স্বয়ং প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। গত সোমবার তিনি সর্ব দলীয় বৈঠক ডেকে নাম না করে ভারত বিরোধী সুর চড়িয়ে জাতীয় ঐক্য রক্ষার ডাক দিয়েছেন।
বিএনপি মনে করছে ভারত বিরোধিতার সুর চড়িয়ে রাজনৈতিক দলগুলির সমালোচনা, বিরোধিতাকে ভোঁতা করতে চাইছেন।তাছাড়া, ভারতের প্রশ্নে আওয়ামী লিগের নীরবতার সুযোগও নিতে চাইছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক, ভারত বিরোধী আবহের মধ্যে হবে বলেই মনে করছে দলটি।
যদিও শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর বার্তা দিয়েছিল খালেদা জিয়া-তারেক জিয়ার দল। দলের আর্জি মেনে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপি অফিসে গিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এসেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাবেক শাসক দল তথা বরাবর ভারত বিরোধী বলে পরিচিত দলটি তাদের সাম্প্রতিক অতীতের অবস্থান বদলে দিল্লি বিরোধী সুর চড়াতে শুরু করেছে।