শেষ আপডেট: 27th November 2024 09:04
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে গত দিন পনেরো যাবত চরম নৈরাজ্য চলছে। রাজধানী ঢাকার পরিস্থিতির অস্বাভাবির অবনতি হয়েছে বলে বিভিন্ন মহল সরব হয়েছে। কথায় কথায় রাস্তা অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, শ্রমিক বিক্ষোভের ঘটনায় আতঙ্কিত রাজধানীর মানুষ। অশান্তির ঘটনায় আচমকাই যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশালের মতো বড় শহরেও অস্থির পরিস্থিতি চলছে।
এই অবস্থায় প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করছে মহম্মদ ইউনুসের সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না। চলমান ঘটনাবলীর জন্য প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছে তারা। দেশে নৈরাজ্য চলছে জানিয়ে দলটির একাধিক নেতা বলেছেন, আমরা চাই ইউনুস সরকার সফল হোক। মানুষের সমস্যার সমাধান করুক। কিন্তু সাড়ে তিন মাস পড়েও দেশে চরম অস্থিরতা চলছে। সাধারণ মানুষ আতঙ্কে আছে। হঠাৎ হঠাৎ থমকে যাচ্ছে যান চলাচল। গুরুত্বপূর্ণ রাস্তা ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকছে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের বক্তব্য, আমরা চাই সরকার সফল হোক। তারজন্য উপযুক্ত পদক্ষেপ প্রয়োজন। মানুষকে অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তিনি আওয়ামী লিগের দিকেও আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, চলমাল গোলমালে সাবেক শাসক দলের ইন্ধন রয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, চলতি অশান্তির পিছনে দেশের, দেশের বাইরের শক্তির হাত থাকা অসম্ভব নয়। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিয়েছেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া। তিনি অবশ্য সরাসরি সরকারের বিরুদ্ধে মুখ খোলেনি। তাঁর বক্তব্য, স্বৈরাচারী আওয়ামী লিগ সরকার বিদায় নিলেও তাদের লেজ দেশে আছে। দলটি লেজ নাড়া শুরু করেছে।
ছাত্র সংঘর্ষের ঘটনায় রাজধানী ঢাকার ছয়টি কলেজ এই মুহূর্তে বন্ধ। সংঘর্ষে শতাধিক ছাত্র আহত। ব্যাটারি চালিত রিকশ বন্ধ করা নিয়ে অশান্তির জেরে গত সপ্তাহে দুটি কাজের দিন বিঘ্নিত হয়। আদালত ব্যাটারি চালিত রিকশ বন্ধের নির্দেশ দিয়েও তা আপাতত স্থগিত করে দেয়। বিএনপি নেতৃত্বের বক্তব্য, প্রশাসন আগাম পরিস্থিতি আঁচ করতে পারছে না। দলের একাংশ চাইছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে পার্টির বক্তব্য তাঁকে জানানো হোক। বিএনপির একাংশ এমনকী এখনই ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নামার পক্ষপাতী।
খালেদা জিয়ার দলের প্রকাশ্যেই অসন্তোষ ব্যক্ত করার কারণ ইউনুস সরকারের কাজকর্ম নিয়ে বিএনপি এখন চরম অস্বস্তিতে পড়েছে। সাড়ে তিন মাস আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিএনপি নেতৃত্ব সেই সরকারকে ‘আমাদের সরকার’ আখ্যা দিয়ে বলেছিল, এই সরকারকে কোনও অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে তার দায় বর্তাবে সব দলের উপর।
এখন বিএনপি নেতৃত্ব টের পাচ্ছে, প্রত্যাশার ধারেকাছেও পৌঁছাতে পারেনি ইউনুসের প্রশাসন। দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে। ছাত্র সংঘর্ষের ঘটনাগুলিকে বিএনপি নেতৃত্ব সরকারের অস্তিত্বকে অস্বীকারের বার্তা বলেই মনে করছে। এই অবস্থায় তারা চাইছে সরকার উপযুক্ত পদক্ষেপ করুক।