শেষ আপডেট: 7th December 2024 21:44
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকা যাচ্ছেন। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফরেন অফিস কনসাল্টেশনের বৈঠকে যোগ দিতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ঢাকা যাওয়ার কথা। তার আগে ভারত বিরোধিতার সুর আরও চড়তে শুরু করেছে বাংলাদেশে। আগামীকাল দেশের প্রথমসারির দল বিএনপি ঢাকায় ভারতীয় দূতাবাস অভিযানের ডাক দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দলের নয়া পল্টন অফিস থেকে সকাল ১০টায় ঢাকায় ভারতের হাই কমিশন অফিস অভিমুখে রওনা হবে বিএনপির মিছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিএনপির এই কর্মসূচি নিয়ে আপত্তি করেনি প্রশাসন।
এদিকে, শনিবার বিকালে ঢাকার রাস্তায় মিছিল করে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ও জওয়ানেরা। তাঁরা হুংকার দেন, কলকাতা, অসম, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বের রাজ্যগুলি ছিনিয়ে নেওয়া হবে। তাঁরা বলেন, দেশের জন্য ফের অস্ত্র ধরতে পারি।
কলকাতা ও আগরতলায় যথাক্রমে বাংলাদেশের উপ দূতাবাস ও সহকারী দূতাবাসের উপর হামলা, জাতীয় পতাকার অবমাননার অভিযোগকে সামনে রেখে বাংলাদেশে ভারত বিরোধী সুর চরমে উঠেছে। শুধু তাই নয় চার দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছে বাংলাদেশ। বলেছে 'ভারতের চেয়ে অতি শক্তিধর দেশ বাংলাদেশ। আমাদের ক্ষমতা ভারতের চেয়ে অনেক বেশি।' সেনাকর্মীদের এহেন হুংকারকে হাস্যকর বলে ভিডিও পোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট।
বিএনপি রবিবার তাদের তিন অঙ্গদল ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলকে রাস্তায় নামাচ্ছে। শনিবারই হিন্দুত্ববাদী কিছু সংগঠন মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক দিয়েছে। সেই খবর জানা মাত্র কালক্ষেপ না করে রবিবারই পথে নামার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।