শেষ আপডেট: 29th January 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের পাশাপাশি পথে নামছে বিএনপিও। খালেদা জিয়ার পার্টি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ জিনিসপত্রের অস্বাভাবিক দাম, আইনশৃঙ্খলার বেহাল দশা এবং জুন-জুলাই মাসে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। ক'দিন ধরেই সাবেক শাসক দল মহম্মদ ইউনুস সরকারের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবারই আওয়ামী লিগ ঘোষণা করেছে, ১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নয়দিন তারা পথে থাকবে। এরমধ্যে পথসভা থেকে বড় জনসভা, সব ধরনের কর্মসূচি শেষে ১৮ তারা দেশব্যাপী হরতাল পালন করবে।
বিএনপি'র সঙ্গে অন্তর্বর্তী সরকারের মূল বিরোধের কারণ নির্বাচন খালেদা জিয়ার দল চলতি বছরের জুন জুলাই এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায়। অন্যদিকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের আগে কোনভাবেই নির্বাচন করা সম্ভব নয়। বাংলাদেশের নির্বাচন কমিশনও জানিয়েছে তারা ডিসেম্বর মাসে ভোট হবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিএনপি মনে করছে অতদিন দেরি করার কোন প্রয়োজন নেই।
অন্যদিকে জিনিসপত্রের দাম এবং শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের ভূমিকায় প্রবল ক্ষুব্ধ। তাদের বক্তব্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস কাটতে চলল এখনও পর্যন্ত গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়নি। জিনিসপত্রের দাম মাত্রা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। দিনে দুপুরে চুরি ডাকাতি ছিনতাই অপহরণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লিগের মতো বিএনপিও চাইছে আন্দোলন করে আগে ইউনুস সরকারকে বিদায়ের বার্তা দেওয়া। খালেদা জিয়ার দলও চাইছে ইউনুস বিহীন নতুন কোন সরকারের অধীনে ভোট হোক। এক দু দিনের মধ্যেই বিএনপি তাদের আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করবে বলে দলীয় সূত্রের খবর। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর অনুরোধ নয় এবার পথে নেমে ইউনুস সরকারের বিরোধিতা করবে দল।