জ্যোতির্ময় সিং মাহাতো এবং ইউনুস
শেষ আপডেট: 6th December 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: সন্ন্যাসী, আইনজীবী, সাংবাদিক থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই। সংখ্য়ালঘুদের ওপর লাগাতার হামলার প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যাপক। অন্য়দিকে, হামলা হচ্ছে মন্দির এবং হিন্দুদের বাড়ি ও দোকানে।
এই আবহে একদা শান্তির জন্য নোবেল পাওয়া ইউনুসের সম্মান কেড়ে নিতে নোবেল কমিটিকে চিঠি পাঠালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর মতে, হিন্দু নিধন করে যে ইউনুসের হাত রক্তাক্ত, তাঁর কাছে শান্তির জন্য পাওয়া নোবেল পুরস্কার গরিমা হারায়।
নোবেল কমিটিকে লেখা ওই চিঠিতে পুরুলিয়ার বিজেপি সাংসদের দাবি, ইউনুসের অধীনে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা হচ্ছে। বেছে বেছে হিন্দু কলোনিগুলিতে আক্রমণ হচ্ছে। যার সবটাই সরকারি মদতে।
I write with anguish as Hindus in Bangladesh face unspeakable horrors under Muhammad Yunus’s leadership—mass killings, temple destruction & persecution. Nobel Committee, how can a 'peace laureate' allow this? Act now to condemn these atrocities & uphold the Prize's integrity.… pic.twitter.com/ri4tc4bnx1
— Jyotirmay Singh Mahato (Modi Ka Parivar) (@JyotirmayBJP) December 6, 2024
তিনি আরও লেখেন, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মপালনের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দুর্গাপুজোর মতো উৎসবেও নানাভাবে বাধা দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির উদাহরণ তুলে বিজেপি সাংসদ ওই চিঠিতে দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘু ধর্মগুরুদের বিভিন্ন ভাবে ফাঁসানো হচ্ছে।
নোবেলজয়ী 'গণহত্যাকারী' হেনরি কিসিঞ্জারের নাম উল্লেখ করে বিজেপি সাংসদের দাবি, তাঁর মতোই মহম্মদ ইউনুস 'হিন্দু হত্যাকারী কসাই'।
তিনি লেখেন, 'নোবেল পুরস্কারের গরিমা রক্ষা করতেই ইউনুসের নোবেল কেড়ে নেওয়া উচিত। শুধু তাই নয়, নোবেল কমিটির উচিত ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি জারি করে আগামী দিনে নোবেল পুরস্কার প্রাপকদের জন্য আরও কড়াকড়ি করা।