শেষ আপডেট: 13th January 2025 09:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলতি শিক্ষা বছরের জন্য এখনও বেশিরভাগ স্কুলে সরকারি পাঠ্যবই পৌঁছে দিতে পারেনি। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, মার্চের আগে সব স্কুলকে বই দেওয়া সম্ভব হবে না। এ নিয়ে দেশে তুমুল সমালোচনার মুখে পড়েছে বর্তমান সরকার। শিক্ষা মহলের খবর, সিলেবাস বদলাতে গিয়ে বিস্তর সময় নষ্ট হওয়ায় বই ছাপাতে দেরি হয়ে গিয়েছে।
সিলেবাস বদলের কাজে এর আগে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। তারমধ্যে অন্যতম হল, স্বাধীনকার ঘোষক হিসাবে শেখ মুজিবুর রহমানের জায়গায় জিয়াউর রহমানের নাম লেখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়দের কবিতা, গল্প, নিবন্ধ।
এবার হাত পড়েছে খেলাধুলা বিষয়ক অধ্যায়ে। দেশে ক্রিকেটের প্রসারে নবম শ্রেণির বইয়ে উপমহাদেশের ক্রিকেট তারকা সচীন তেন্ডুলকরের জীবনী পড়ানো হত। শচীনের ছবি-সহ কাহিনিতে ছিল তাঁর জগৎ বিখ্যাত ক্রিকেটার হওয়ার পিছনে অদম্য লড়াইয়ের কাহিনি।
নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কাহিনিও। বাংলাদেশের নামজাদা ক্রিকেটারদের মধ্যে সাকিব অন্যতম, যাঁকে ক্রিকেট দুনিয়া এক নামে চেনে।
শচীন ও সাকিবের জীবনী বাদ দেওয়ায় সে দেশের ক্রীড়া মহল এবং অভিভাবকদের অনেকেই ক্ষুব্ধ। তাদের বক্তব্য, শচীন গোটা বিশ্ব ক্রিকেটের বিস্ময়। তাঁর কাহিনি জানার সুযোগ থেকে বঞ্চিত হবে নতুন প্রজন্ম। একই কথা প্রযোজ্য সাকিবের ক্ষেত্রে। বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়ে তুলনায় সাকিব অনেক এগিয়ে। তাঁকে অনেকেই বাংলাদেশ ক্রিক্রেটের অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনে করেন। সাকিব আওয়ামী লিগের সাবেক এমপি। তাঁর বিরুদ্ধে দুটি খুনের অভিযোগ রয়েছে।
শচীন, সাকিবদের জায়গায় স্থান পেয়েছেন দাবারু রাণী হামিদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম ও ছবি।
নবম শ্রেণির ইংরিজি পাঠ্য বইয়ে ‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ অধ্যায়ে লোকাল ফুটবল হিরো হিসাবে দিয়ে কাজী সালাউদ্দিনের কথা বাদ দিয়েছে সিলেবাস কমিটি। সেখানে ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ নামে একটি অধ্যায় যুক্ত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি আনা রয়েছে। সাকিব আল হাসানের ছবি সরিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের ছবি।