বিএনপির প্রবীণ নেতা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন, মাস তিনেকের মধ্যে দেশে ফিরবেন তারেক। বিএনপি নেতার ওই ঘোষণার পর লন্ডনে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে তারেক জিয়ার বৈঠকের বিষয়টি সামনে আসে।
তারেকের দেশে ফেরতে বাধা নেই
শেষ আপডেট: 12 June 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলাদেশের (Bangladesh politics) রাজনীতির মেগা ইভেন্ট সংগঠিত হতে চলেছে লন্ডনে। আগামীকাল সকালে বহু প্রতিক্ষিত এই বৈঠক হতে যাচ্ছে। তার কয়েক ঘণ্টা আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Choudhury, the home affairs ministry) ঢাকায় জানিয়েছেন, বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়ার (Tarek Zia, Working Chairman of BNP) দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি জানান, সরকারের দিক থেকে কোনও বাধা নেই। উনি যে।কোনও দিন চাইলে ফিরতে পারেন।
প্রসঙ্গত, বিএনপির প্রবীণ নেতা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন, মাস তিনেকের মধ্যে দেশে ফিরবেন তারেক। বিএনপি নেতার ওই ঘোষণার পর লন্ডনে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে তারেক জিয়ার বৈঠকের বিষয়টি সামনে আসে। মনে করা হচ্ছে তারেকের দেশে ফেরাও শুক্রবারের বৈঠকের আলোচ্য সূচিতে থাকছে।
গত মাসেই তারেকের ঢাকার আইনজীবীরা জানিয়ে দেন, তারেকের বিরুদ্ধে আর কোনও মামলা নেই। সব মামলা থেকে তিনি মুক্ত। তারপরও বিএনপি নেতারা তারেকের দেশে ফেরা নিয়ে রা কাড়েননি। সালাউদ্দিন আহমেদ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে প্রশ্নের জবাবে জানান, বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান মাস তিনেকের মধ্যে দেশে ফিরবেন।
বিএনপি নেতারা শুক্রবারের বৈঠক নিয়ে আশাবাদী। আশাবাদী সরকারি পক্ষও। মনে করা হচ্ছে নির্বাচনের দিনক্ষণ এবং জুলাই সনদ নিয়ে মূলত আলোচনা হবে।
সতেরো বছর হল তারেক জিয়া দেশ ছাড়া। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক জামিনে মুক্ত হয়ে লন্ডনে চিকিৎসা করাতে যান। তারপর আর ফেরেননি। প্রচার আছে, দেশ ছাড়ার সময় রাজনীতি না করবেন না বলে মুচলেকা দেন তা