শেষ আপডেট: 7th August 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: গণআন্দোলনের মুখে আওয়ামি লিগ সরকারের পতন ঘটানোয় আন্দোলনকারী শিক্ষার্থীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বুধবার এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। খালেদা আরও বলেছেন, সরকার এত দিন ধরে নির্যাতন-নিপীড়ন করলেও প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না। সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।
ঢাকার নয়াপল্টনে এদিন বিএনপির সমাবেশে বিপুল লোকসমাগম হয়। প্রধান বিচারপতির বাসভবন থেকে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। সমাবেশমঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ নেতারা ছিলেন। ওই সভায় হাসপাতাল থেকে ভার্চুয়ালি ভাষণ দেন খালেদা জিয়া।
অন্যদিকে, নোবেলজয়ী ডঃ মুহম্মদ ইউনুস আগামিকাল, বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। ইউনুসকে নিয়ে বিমান বৃহস্পতিবার বেলা ২টো ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। উল্লেখ্য, ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল, মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
ইউনুস এদিন দেশবাসীর উদ্দেশে বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবস বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যাঁরা ছাত্রদের এ আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনও প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের হিংসাত্মক এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি নষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। অকারণ হিংসা ছড়িয়ে এই সুযোগটি আমরা হারাতে পারি না। হিংসা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।