শেষ আপডেট: 24th March 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: বাহিনীর (সঙ্গে দীর্ঘ বৈঠক নিয়ে শেষ পর্যন্ত প্রকাশ্যে মুখ খুললেন না বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান (General Waker-UZ Zaman, of Bangladesh Army)। তবে সোমবারের অফিসার্স অ্যাড্রেসে (officers address) তিনি নতুন পরিস্থিতির (new situation) জন্য বাহিনীর সকলকে প্রস্তুত থাকতে বলেছেন। নতুন পরিস্থিতি বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন ভাষণে তা ব্যাখ্যা করেননি তিনি। স্বভাবতই জল্পনা শুরু হয়েছে ওয়াকার উজ জামানের কথায়। কারও কারও মতে, চলতি পরিস্থিতিতে সেনার হস্তক্ষেপের আগাম আভাস দিয়েছেন তিনি। অন্যমত, হল, আগামী দিনে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত করেছেন সেনাপ্রধান।
মনে করা হয়েছিল সোমবারের অফিসার্স অ্যাড্রেস শেষে সেনা প্রধান নিজে প্রকাশ্যে তাঁর বক্তব্য জানাবেন। অথবা বাংলাদেশ সেনা বাহিনীর আন্তঃবাহিনী শাখা বা আইএসপিআর (ISPR) প্রেস বিবৃতি দিয়ে তাঁর বক্তব্য প্রকাশ করবে।