শেষ আপডেট: 7th March 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের (Hizb Ut Tahirir) সমর্থকদের বিশাল মিছিল ঘিরে অশান্ত বাংলাদেশের (Bangladesh) রাজনীতি ঢাকা ( Dhaka)। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেও থামাতে পারছে না।
২০০৯ সাল থেকে নিষিদ্ধ এই সংগঠন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ( Baitul Mukarram) শুক্রবারের নমাজ শেষে জমায়েত এবং সচিবালয় অভিযানের ডাক দিয়েছিল। পুলিশ জমায়েত নিষিদ্ধ ঘোষণা করলেও হিজবুত সমর্থকদের আটকাতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি বলে এখনই অভিযোগ উঠেছে। সাম্প্রতিক অতীতে ঢাকায় শিক্ষক, শ্রমিক এবং বেকার যুবকদের আন্দোলন দমনে পুলিশ কঠোর পদক্ষেপ করে। লাঠিপেটা, জলকামান ব্যবহার করে। কিন্তু নিষিদ্ধ এই সংগঠনের মোকাবিলায় পুলিশ তেমন সক্রিয় নয় বলে অভিযোগ।
হিজবুত তাহেরীর শুক্রবার খিলাফত বা ইসলামিক শাসন কায়েম করতে চায়। সেই লক্ষ্যে শক্তি প্রদর্শনের জন্য ঢাকায় জমায়েতের ডাক দেয় তারা। প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ সংগঠনকে আগেই কেন আটকাল না পুলিশ।
এই জঙ্গি সংগঠনকে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। হাসিনা সরকারকে উৎখাতে তারা অংশ নেয় বলে দাবি করে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ।