ইসকনের (Iscon) প্রাক্তন সাধু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের (Bangladesh Hindu Mahajot) মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ।
চিন্ময় কৃষ্ণ দাস
শেষ আপডেট: 1 July 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: ইসকনের (Iscon) প্রাক্তন সাধু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের (Bangladesh Hindu Mahajot) মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ। তাদের চট্টগ্রাম মহানগর পুলিশ চিন্ময়কে প্রধান আসামি করে মোট ৩১ জনের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট জমা দিয়েছে আদালতে।
গত বছর ২৬ নভেম্বর থেকে ভিন্ন মামলায় চট্টগ্রাম জেলে (Chattogram Prison) বন্দি চিন্ময়কৃষ্ণ। জাতীয় পতাকার অবমাননার মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। সেই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আর্জি জানালেও আবেদন গ্রাহ্য হয়নি।
ওই মামলায় তাঁকে চট্টগ্রাম আদালতে পেশ করার দিন চিন্ময়ের অনুগামরীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই সময় আদালত চত্বরের বাইরে খুন হন তরুণ আইনজীবী শাইফুল ইসলাম (murdered lawyer Saiful Islam)। তিনি ছিলেন প্যানেলভুক্ত সরকারি আইনজীবী।
শাইফুল ইসলামের বাবা ছেলেকে হত্যার বিচার চেয়ে আদালতে চিন্ময়সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। খুনের সময় চিন্ময় ছিলেন পুলিশ হেফাজতে। তা সত্বেও তাঁকেই প্রধান আসামি হিসাবে দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চার্জশিট পেশ করে মহানগর পুলিশ।
চিন্ময়ের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে। তারমধ্যে একটি মামলা দায়ের হয়েছে বিস্ফোরক আইনে। বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির অভিযোগ, মিথ্যা মামলায় পুলিশ এই সাধুকে আটকে রেখেছে।