Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভিন রাজ্যে বাংলা বললেই 'বাংলাদেশি'! ওড়িশায় আটকে বাংলা শ্রমিক, হাইকোর্টে মামলা‘কেউ আটকাতে পারবে না’ গেট টপকে শহিদদের শ্রদ্ধা জানালেন ওমর, কাশ্মীর পুলিশের ভূমিকায় অবাক মমতাভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রা
Chinmay Krishna Das

চিন্ময়কে প্রধান আসামি করে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ

ইসকনের (Iscon) প্রাক্তন সাধু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের (Bangladesh Hindu Mahajot) মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ। 

চিন্ময়কে প্রধান আসামি করে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ

চিন্ময় কৃষ্ণ দাস

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 July 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: ইসকনের (Iscon) প্রাক্তন সাধু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের (Bangladesh Hindu Mahajot) মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmay Krishna Das) বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দিল বাংলাদেশ পুলিশ। তাদের চট্টগ্রাম মহানগর পুলিশ চিন্ময়কে প্রধান আসামি করে মোট ৩১ জনের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট জমা  দিয়েছে আদালতে।

গত বছর ২৬ নভেম্বর থেকে ভিন্ন মামলায় চট্টগ্রাম জেলে (Chattogram Prison) বন্দি চিন্ময়কৃষ্ণ। জাতীয় পতাকার অবমাননার মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। সেই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আর্জি জানালেও আবেদন গ্রাহ্য হয়নি।

ওই মামলায় তাঁকে চট্টগ্রাম আদালতে পেশ করার দিন চিন্ময়ের অনুগামরীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই সময় আদালত চত্বরের বাইরে খুন হন তরুণ আইনজীবী শাইফুল ইসলাম (murdered lawyer Saiful Islam)। তিনি ছিলেন প্যানেলভুক্ত সরকারি আইনজীবী।

শাইফুল ইসলামের বাবা ছেলেকে হত্যার বিচার চেয়ে আদালতে চিন্ময়সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। খুনের সময় চিন্ময় ছিলেন পুলিশ হেফাজতে। তা সত্বেও তাঁকেই প্রধান আসামি হিসাবে দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চার্জশিট পেশ করে মহানগর পুলিশ।

চিন্ময়ের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে। তারমধ্যে একটি মামলা দায়ের হয়েছে বিস্ফোরক আইনে। বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির অভিযোগ, মিথ্যা মামলায় পুলিশ এই সাধুকে আটকে রেখেছে।


ভিডিও স্টোরি