শেষ আপডেট: 20th July 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে দেখামাত্র গুলির নির্দেশ দিল সরকার। দেশজুড়ে চলা উত্তাল ছাত্র-যুব বিক্ষোভে প্রতিটি শহর যখন জ্বলছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আসন্ন বিদেশ সফর বাতিল করে দিয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত অগুনতি তরুণ তাজা প্রাণ ঝরে গিয়েছে। সরকারি সংখ্যাই বলছে সংখ্যাটি একশো ছাড়িয়ে গিয়েছে। জখম অন্তত দেড় হাজার।
ঢাকা শহর জুড়ে দাঙ্গা দমনকারী পুলিশ ও সেনা টহল চলছে। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত কার্ফু কিছুক্ষণের জন্য শিথিল করা হয়েছিল। আগামিকাল রবিবার সকাল ১০টা পর্যন্ত কার্ফু লাগু থাকবে। কোটা বিরোধী আন্দোলনে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৭টিতে আগুন জ্বলছে।
মার্কিন বিদেশ মন্ত্রকের কনসুলার অ্যাফেয়ার্সের তরফে বাংলাদেশে বসবাসকারী আমেরিকার নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। যাত্রীদের বলা হয়েছে, বিমানের টিকিট অথবা ই-টিকিটকে কার্ফু পাস হিসেবে ব্যবহার করতে। ইতিমধ্যেই ঢাকাস্থিত মার্কিন কনসুলেটের ব্যবহারিক কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। দূতাবাস কর্মীদের সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক।
দেশের এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামিকাল, রবিবার বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। তাঁর প্রেস সচিব সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী হাসিনা স্পেন ও ব্রাজিল সফরে যাচ্ছেন না।