শেষ আপডেট: 31st January 2025 21:50
দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে ময়দানে নামার কথা আওয়ামী লিগের। আগামী ১৮ তারিখ পর্যন্ত নয়দিন পথে থাকার কথা জানিয়েছে শেখ হাসিনার দল। গত বছর ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেব্রুয়ারিতে এসে বড় আন্দোলন ঘোষণা করেছে সাবেক এই শাসক দল।
হাসিনা-সহ দলের একাধিক নেতা-মন্ত্রী যখন দেশ ছাড়া, ঘরছাড়া তখন আওয়ামী লিগ তাদের কর্মসূচি কতটা সফল করে তুলতে পারবে তা নিয়ে সংশয় আছে নানা মহলে।
মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছে, আওয়ামী লিগকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম 'দ্য ওয়াল'-কে জানিয়েছেন, শেখ হাসিনা ও তাঁর দলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বর্তমানে আওয়ামী লিগ একটি ফ্যাসিবাদী শক্তি। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনও স্থান নেই।
এদিকে শুক্রবার থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশ শুক্রবার দুপুরে ছাত্রলিগের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। আওয়ামী লিগের এই ছাত্র সংগঠনকে মহম্মদ ইউনুসের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। পাঁচ মিনিটের জন্য ঝটিকা মিছিল করেছিল ছাত্র লিগের সদস্যরা। পুলিস তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে।