শেষ আপডেট: 13th February 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে নাম বদল অভিযান অব্যাহত। সেই তালিকায় যুক্ত হল খুলনা বিশ্ববিদ্যালয়।
ওই বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী ফজলেতুন্নেছা মুজিবের নাম বদলে দেওয়া হল। মুজিবের নামাঙ্কিত হলের নতুন নাম রাখা হয়েছে বীর শ্রেষ্ঠ মহম্মদ রুহুল আমিন হল। বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে সাত শহিদকে অসাধারণ বীরত্বের জন্য বীর শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয় রুহুল আমিন তাঁদের একজন।
শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্টদের মূর্তি, ম্যুরাল ইত্যাদি ভাঙা শুরু হয়েছিল গত বছর ৫ অগাস্ট গণ অভ্যুত্থানের দিন থেকে। অন্তর্বর্তী সরকার বহু সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের নাম বদলে দিয়েছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ফতোয়া জারি করে বলেছে মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রতিষ্ঠান, ভবনের নাম বদলে দিতে হবে। মুছে ফেলতে হবে মুজিব, হাসিনাসহ শেখ পরিবারের নাম।
খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা ফজলেতুন্নেছা মুজিবের নামাঙ্কিত হলের নাম বদলে রাখা হয়েছে বিজয় ২৪ হল। গত বছরের জুলাই বিপ্লবকে স্মরণে রেখে এই নামকরণ করা হয়েছে।
বাদ যাননি দুই বিজ্ঞানী ড. সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশচন্দ্র বসু এবং কবি জীবনানন্দ দাসও। তাঁদের নামাঙ্কিত ভবনগুলির নাম বদলে দেওয়া হয়েছে। নতুন কারও নাম রাখা হয়নি সেগুলির। বদলে করা হয়েছে অ্যাকাডেমিক ভবন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামাঙ্কিত ছিল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারটি। সেটির নাম বদলে করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণাগার।
তবে অপরিবর্তিত আছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তের নামে থাকা ভবন, হলঘর, লাইব্রেরি। বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনটির নাম মাইকেলের নামে।
শুধু শেখ মুজিব নন, মুক্তিযুদ্ধের আরও দুই প্রথমসারির নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীনের নামে থাকা ভবনের নামও বদলে দেওয়া হয়েছে। বদলানো হয়েছে জয় বাংলা ভবনের নাম।
গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে ভবন/হলঘরের নাম বদলের এই সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান এক নির্দেশিকায় জানিয়েছেন।