মহম্মদ ইউনুস
শেষ আপডেট: 12th December 2024 22:55
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস' বা আরএসএফ। সংস্থার তরফে বৃহস্পতিবার বছরের প্রতিবেদন পেশ করে বলা হয়েছে, গোটা বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক স্থানের তালিকায় রয়েছে পাকিস্তান।
পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। সাংবাদিকের মৃত্যুর সংখ্যার নিরিখে তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ।
আরএসএফ তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে প্যালেস্তাইন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। তারপরই রয়েছে পাকিস্তান। সে দেশে ২০২৪ সালে ৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর তিন নম্বরে রয়েছে বাংলাদেশ-মেক্সিকো। এই দুই দেশেই পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।
২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয় ৪৫ জন সাংবাদিকের। আরএসএফ বলছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিককে বন্দি করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন।