শেষ আপডেট: 10th March 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ ইউনুসের (Md Yunus) সরকার বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আইন তৈরি করতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) সোমবার ঢাকায় সাংবাদিক বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, দিন সাতেকের মধ্যে নতুন আইন (Law to returned back black money) তৈরি হয়ে যাবে।
এদিকে, ঢাকার পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), তাঁর বোন শেখ রেহানা (Sheikh Rehana)-সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (anti-corruption commission of Bangladesh) । যদিও শেখ হাসিনা দলের ভার্চুয়াল বৈঠকে বারে বারে দাবি করছেন, তাঁর ও বোন রেহানার বাংলাদেশ কোনও বাড়ি, জমি নেই। হাসিনা জানান, বিক্ষোভকারীরা সম্প্রতি তাঁর স্বামীর বাড়টিও ভেঙে ফেলেছে।
বিদেশে পাচার হওয়া টাকা ফেরানোর রাস্তা বাতলাতে ইউনুস সরকার একটি টাস্ক ফোর্স (Task Force) গঠন করেছে। সোমবার টাক্স ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। তিনি টাস্ক ফোর্স সদস্যদের পাচার হওয়া অর্থ ফেরানোর কাজে দ্রুত করতে বলেন।
প্রেস সচিব জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার (interim government) সক্রিয়। প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন যে এটি বাংলাদেশের মানুষের টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য ছিল কীভাবে পাচার হওয়া টাকা ফেরত আনা যায়। গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর (Central Bank of Bangladesh) ।
শফিকুল আলম জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করবে। ইতিমধ্যে দুশো ফার্মের সঙ্গে সরকারের কথা হয়েছে। তিনি জানান, এমন ঘটনাও সরকারের নজরে এসেছে যে ছেলের পড়াশুনোর জন্য পাঁচশো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সাংবাদিক বৈঠকে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
পাচার হওয়া টাকার অঙ্ক কত? অন্তর্বর্তী সরকার অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি জানিয়েছে,২০০৯ থেকে ২০২৪—শেখ হাসিনার শাসনামলের এই ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা। অর্থাৎ বছরে এক লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে কমিটি জানিয়েছে।