শেষ আপডেট: 7th August 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শপথ নেবে আগামিকাল, বৃহস্পতিবার, রাত ৮টায়। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা হতে পারে ১৫ জন। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, মহম্মদ ইউনুসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এই মুহূর্তে দেশে নেই, তিনিও ফিরবেন আগামিকাল, বৃহস্পতিবার, দুপুর ২টা ১০ মিনিটে। এমিরেটসের একটি ফ্লাইটে ফ্রান্সের প্যারিস থেকে তাঁর দেশে আসার কথা রয়েছে।
সেনাবাহিনীর প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাব। আশা করি, আগামিকাল, ৮ অগস্ট রাত ৮টায় সরকারের শপথ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।