শেষ আপডেট: 26th November 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (Chinmoy Krishna Das Bramhachari) গ্রেফতারের প্রতিবাদে সোমবার থেকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এবার আদালতেও তার আঁচ পড়তে দেখা গেল।
রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার ইউনুসের সরকার গ্রেফতার করে বাংলাদেশে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও জনপ্রিয় হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das Arrested)। প্রতিবাদে এদিন তাঁর হয়ে আদালতে সওয়াল করতে হাজির হয়েছিলেন ৫১ জন আইনজীবী। তবে শেষ পর্যন্ত জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
এদিন কড়া নিরাপত্তায় ওই হিন্দুনেতাকে আদালতে হাজির করানো হয়। অন্যায়ভাবে তাঁকে গ্রেফতারের প্রতিবাদে আদালত চত্বরে গর্জে ওঠেন বহু মানুষ। পরে আদালতের ভিতরে তাঁর হয়ে মামলা লড়তে ৫১ জন আইনজীবী সওয়াল করেন। আদালতে তাঁরা বলেন, চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের অন্যতম মুখ। সম্প্রতি তিনি বাংলাদেশে ঘটে চলা হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বারে বারে সরব হয়েছিলেন বলেই তাঁকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হল।
যদিও বাংলাদেশ পুলিশের তরফে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা আনা হয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে। দু'পক্ষের সওয়াল শেষে চিন্ময়কৃষ্ণর জামিন খারিজ করে দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত, গত ২২ নভেম্বরও চিন্ময়কৃষ্ণ দাস রংপুরে সনাতনীদের বিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন। এর আগে তিনি গত ২৫ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে স্মরনকালের বৃহৎ সমাবেশে হিন্দুদের ওপর অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে ভাষণ দেন। সেখানে তিনি সনাতনীদের আট দফা দাবি দাওয়া নিয়ে জোরাল বক্তব্য রেখেছিলেন।
এরপর গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জন সনাতনী ধর্মাবলম্বীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের হয়। ফিরোজ খান নামে স্থানীয় এক ব্যক্তি এই মামলা দায়েরের পর রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। তারা এখনও জেলে।
ওই একই মামলায় সোমবার রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশি হিন্দু সন্ন্যাসীকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যায়। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদে ফেটে পড়েন। চিন্ময় কৃষ্ণ দাস যিনি চিন্ময় প্রভু নামেও পরিচিত তিনি চট্টগ্রামে হাটহাজারি উপজেলায় অবস্থিত ইসকন মন্দির পুন্ডরিকধামের অধ্যক্ষ।
তাঁর গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে মুক্তির দাবিতে সরব হয়েছে আন্তর্জাতিক সংস্থা রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ। একই দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদ।
সোমবার রাতে এ ব্যাপারে ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "সোমবার রাতের মধ্যে চিন্ময়কৃষ্ণ প্রভুকে ইউনুসের সরকার মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে।ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনও পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না।" একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।