শেষ আপডেট: 6th December 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ধারণা ছিল শেখ মুজিবুর রহমান মানেই মুক্তি। বাংলাদেশের স্বাধীনতার যিনি কাণ্ডারী। অগস্ট বিপ্লবে সেই মুজিবকেই ফাসিস্ত আখ্যা দিয়ে তাঁর মূর্তি গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্য বিরোধীরা। এবার যেন চিরতরে মুছে ফেলার পালা শুরু হল। বাংলাদেশে শিশু পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে ‘মুজিব মানে মুক্তি’ কবিতাটি। বাংলাদেশে এই মুহূর্তে এটি সবচেয়ে বড় খবর (Bangladesh News)।
চতুর্থ শ্রেণির বইয়ে শেখ মুজিবুর রহমানের উপর নির্মলেন্দু গুণের কবিতা ‘মুজিব মানে মুক্তি’ বাদ দিয়ে রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ সংযোজন করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষার পাঠ্যবইয়ে বড়সড় পরিবর্তন, বাদ পড়ছে বেশ কিছু অধ্যায়
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার পাঠ্যবইয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। বাংলাদেশের সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বাংলা ও ইংরেজি বই থেকে সাতটি গদ্য ও পদ্য বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে আটটি গদ্য ও পদ্য যুক্ত হচ্ছে।
বিশেষ করে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেশ কিছু গদ্য ও পদ্য সরানো হচ্ছে। তৃতীয় শ্রেণির একটি বই থেকে বঙ্গবন্ধুর জীবনী বাদ দিয়ে সেখানে জাতীয় চার নেতার জীবনী সংযোজন করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্যও বাদ দেওয়া হয়েছে।
নতুন শিক্ষাক্রমের বাতিল, পুরনো শিক্ষাক্রমে ফেরা
২০১২ সালে প্রণীত পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল করে দেয়। এরপর পুরনো শিক্ষাক্রমের ভিত্তিতে কিছু সংযোজন-বিয়োজন করে বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বড় পরিবর্তন
প্রথম শ্রেণির বাংলা বইয়ে পিঁপড়া ও পায়রার গল্প যুক্ত করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবি ও ৭ মার্চের ভাষণের অংশ বাদ দিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কিত অধ্যায় শুরু হচ্ছে ২৫ মার্চের ঘটনাপ্রবাহ দিয়ে।
দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ে কাজী নজরুল ইসলামের ওপর লেখা ‘দুখু মিয়ার জীবন’ যুক্ত হয়েছে, বাদ পড়েছে শেখ মুজিবুর রহমানের ওপর লেখা ‘সোনার ছেলে’। তৃতীয় শ্রেণির বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছেলেবেলা’ যোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘সেই সাহসী ছেলে’ অধ্যায়টি সরিয়ে জাতীয় চার নেতার জীবনী রাখা হয়েছে।
চতুর্থ শ্রেণির বইয়ে শেখ মুজিবুর রহমানের ওপর নির্মলেন্দু গুণের কবিতা ‘মুজিব মানে মুক্তি’ বাদ দিয়ে রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ সংযোজন করা হয়েছে।
‘অতিবন্দনা’ ও ‘অতিকথন’ বাদ দেওয়ার প্রক্রিয়া
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বইগুলোতে পরিবর্তন আনা হয়েছে। অতিবন্দনা ও অতিকথনের পরিবর্তে সহজবোধ্য ও বয়স উপযোগী লেখা সংযোজন করা হয়েছে।
বিতরণের চ্যালেঞ্জ
২০২৪ সালের জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে এই নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হলেও বছরের শুরুতেই সবার হাতে সব বই পৌঁছবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে সিলেবাসে বদল যে অনিবার্য হয়ে উঠেছে তার দেওয়াল লিখন এখন স্পষ্ট।