শেষ আপডেট: 27th September 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: দেব না দেব না করেও বাংলাদেশ এবার পুজোয় ভারতকে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মতো প্রথম কিস্তির ৪৪ হাজার কেজি ইলিশ বৃহস্পতিবার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে পৌঁছে গিয়েছে।
তারপরই গোল বেঁধেছে ইলিশের দাম নিয়ে। বাংলাদেশ এক কেজি ওজনের ইলিশ ভারতকে দিয়েছে এক হাজার ১৮০ টাকা কেজি দরে। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকেছে ওই মাছ। সেখানে যশোরের স্থানীয় বাজারে বৃহস্পতিবারের মতে শুক্রবার ও আটশো থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ টাকা কেজি দামে।
তত্বাবধায়ক সরকারের মৎস্য উপদেষ্টা বলেছিলেন, দেশবাসীকে সস্তায় খাওয়াতেই ভারতে এবার রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাণিজ্যমন্ত্রক উল্টো পথে হেঁটে ভারতে পুজোর সময় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়।
এখন জানা যাচ্ছে দেশের চেয়ে কম দামে ভারতকে দু হাজার টনের বেশি ইলিশ দিচ্ছে বাংলাদেশ। বেনাপোলের বাংলাদেশ কাস্টমসের কর্তারা বলেছেন, ইলিশের দাম নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
জাতীয় রাজস্ব বোর্ড সুত্রে বলা হয়েছে আগের সরকারের নির্ধারিত দরেই ভারতকে ইলিশ দেওয়া হয়েছে্। নতুন করে দর ঠিক করা হয়নি।
ভারতকে কম দামে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত জানাজানি হতে বাংলাদেশে বহু মানুষ সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাতে ঘৃতাহুতি পড়েছে হাসিনা সরকারের নির্ধারিত দরে ইলিশ দেওয়ায়। কেন নতুন করে দাম নির্ধারণ করা হয়নি? জাতীয় রাজস্ব বোর্ড বলছে সব পণ্যের দর প্রতি বছর নতুন করে নির্ধারণ করা হয়নি। তাছাড়া গত বছর বরাদ্দ ইলিশের সবটা ভারতকে দেওয়া যায়নি ১৩ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা জারি হয়ে যাওয়ায়। এবারও ১৩ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।