শেষ আপডেট: 11th March 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) ৩৩৯৯ জন ভারতীয়কে (Indian) অবৈধ অভিবাসী ( illegal immigrants) বলে চিহ্নিত করেছে সে দেশের সরকার। চলতি মাসের মধ্যে তারা দেশে না ফিরলে তাদের আইনি পথে পুশব্যাক করা হবে বলে জানিয়েছে ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রক।
ভারত ছাড়াও তালিকায় আছে চিন ( China), পাকিস্তান (Pakistan), নেপাল (Nepal) ও ফিলিপিনসের নাম। বাংলাদেশ সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসীদের মধ্যে এক হাজার ৯৯ চিনের নাগরিক। নেপাল, পাকিস্তান ও ফিলিপিন্সের যথাক্রমে ৩৭৬, ১৪০ ও ১৩১ জন।
তিনমাস আগে বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বেআইনি অভিবাসীদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়তে হবে। তখন এমন বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৫ জন।
১৮ নভেম্বর থেকে ৬ মার্চের মধ্যে ৪৩ হাজার ১৬৮ জন বিদেশি নাগরিক ফিরে গিয়েছেন। তাদের কাছ থেকে ৪০ কোটি ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। গত বছর নভেম্বরে বাংলাদেশ হাই কোর্ট এক মামলায় বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে ফেরানোর নির্দেশ দিয়েছিল সরকারকে।