শেষ আপডেট: 17th October 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: শেখ।হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা ছাড়াও আরও ৫৩ জনের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যিনালের বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা। হাসিনার বিরুদ্ধে অভ্যিত্থান ঠেকাতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার ঢাকায় বলেন, বিচারপতি শেখ হাসিনা সহ ৫৪ জনকে আদালতে হাজির করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
স্বভাবতই হাসিনাকে এবার প্রত্যর্পণের দাবি জানাতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সহ একাধিক উপদেষ্টা একাধিক বার বলেছেন, হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার আদালতের নির্দেশ মেনে চলবে।
প্রশ্ন হল, ভারত সরকার কি হাসিনাকে ফেরাবে? নয়া দিলির একাধিক সূত্র বলছে এই ব্যাপারে শেখ হাসিনার ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে ভারত সরকার। হাসিনা না চাইলে কোনও অবস্থাতেই ফেরানো হবে না।
যদিও দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। ২০১৩ সালে স্বাক্ষরিত ওই চুক্তি তিন বছর পর সরল করা হয়। তাতে বলা আছে আাদালতের পরোয়ানা দেখাতে পারলেই দুই দেশ প্রত্যর্পণ করবে। যদিও কূটনৈতিক মহলের বক্তব্য, চুক্তিতে যাই লেখা থাক, কাউকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্তই শেষ কথা। হাসিনার জীবন বিপন্ন হতে পারে মনে করলে হাসিনাকে আজীবন ভারতে থাকার অনুমতি দিতে পারে ভারত।