শেষ আপডেট: 5th January 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিচার বিভাগের অফিসারদের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কর্মসূচি বাতিল করে দিল সে দেশের সরকার। আগামী মাসে ১০ দিনের জন্য বিচারক, ল অফিসার মিলিয়ে ৫০ জনের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল।
রবিবার বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদীয় মন্ত্রক এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনায় সফর বাতিলের কোনও কারণ উল্লেখ করা না হলেও জানা গিয়েছে আইন ও বিচার মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের ইচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মনে করছেন, শেখ হাসিনা সহ জুলাই বিপ্লবের সময় হত্যা, অপহরণ, অগ্নিসংযোগে অভিযুক্তদের বিচার শুরুর মুখে প্রশিক্ষণের নামে ভারত বাংলাদেশের অফিসারদের ব্রেনওয়াশ করতে পারে। এই সময় ভারতের বিচার ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ ঝুঁকিপূর্ণ হতে পারে।
বাংলাদেশের ওই অফিসারদের প্রশিক্ষণ, থাকা খাওয়ার খরচের পুরোটাই ভারত সরকারের বহন করার কথা। ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এই প্রশিক্ষণের বিষয়ে দুই দেশের চুক্তি হয়েছিল।