শেষ আপডেট: 6th August 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো, বাংলাদেশ: অশান্ত বাংলাদেশে পিটিয়ে মারা হল সে দেশের জনপ্রিয় অভিনেতা শান্ত খানকে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে শান্ত খানের বাবা সেলিম খানেরও। তিনি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো এই খবর জানিয়েছে। জানা গেছে, বাড়ি থেকে পালানোর সময় জনতার রোষে পড়েন পিতা-পুত্র।
রাজনীতির পাশাপাশি সিনেমা প্রযোজনা করতেন সেলিম খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সেলুলয়েডে তুলে ধরেছিলেন তিনি। সেই ছবি 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই'তে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ছেলে শান্ত। প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়েছে, পালানোর সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারের কাছাকাছি তাঁদের ঘিরে ধরে উন্মত্ত জনতা। তখন প্রাণ বাঁচাতে গুলি ছোড়েন তাঁরা। সেখান থেকে পালালেও বাগাড়া বাজারে আসতেই তাঁদের ঘিরে ধরে জনতা। সেখানেই গণপিটুনিতে মৃত্যু হয় দুজনের। এরপর তাঁদের দেহ রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা।
শেখ হাসিনার সরকারে থাকাকালীন চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনে নাম জড়িয়েছিল সেলিম খানের। একসময় জেলেও ছিলেন তিনি। এই বালির ব্যবসা থেকেই তিনি কোটি টাকার মালিক হন বলে সংবাদপত্রের খবর।
চলচ্চিত্র সেলিম খানের সঙ্গে টলিউডের অভিনেতাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাঁর ছেলে শান্তর সঙ্গে সিনেমা করেছেন এ পার বাংলার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘পিয়া রে’ ছবিতে শান্তর নায়িকা কৌশানী নায়কের মৃত্যুর খবর শুনেই স্তব্ধ হয়ে যান। জানা গেছে, ছবিটির সমস্ত কাজ শেষ। কয়েকদিনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল।