শেষ আপডেট: 25th January 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগকে আাগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে দিল্লিপন্থীদের কোনও স্থান নেই।
শনিবার বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের জনসভায় এই কথা বলেছেন মহম্মদ ইউনুস সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নেবে বিএনপি-সহ বাকি সব দল। আওয়ামী লিগ ভোটে অংশ নিলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।
বাংলাদেশে ভোট কবে এবং আওয়ামী লিগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কি না তা নিয়ে রাজনৈতিক জল্পনা বিদ্যমান। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ঘোষণা মেনে নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের গোড়ায় ভোট হতে পারে। যদিও বিএনপি-সহ কোনও দলই এই ঘোষণায় সন্তুষ্ট নয়। তারা নির্দিষ্ট ঘোষণা দাবি করছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, আওয়ামী লিগ যেহেতু নিষিদ্ধ দল নয়, তাই নির্বাচনে অংশ নিতে বাধা নেই। মাহফুজ রবিবার পাল্টা দাবি করেন, শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।
উপদেষ্টা হলেও মাহফুজ কোনও মন্ত্রকের দায়িত্বে নেই। তিনি আগের মতোই প্রধান উপদেষ্টা ইউনুসের বিশেষ সহায়কের ভূমিকা পালন করছেন। গত বছর জুলাই-অগাস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনিই মাস্টারমাইন্ড ছিলেন বলে আন্তর্জাতিক মঞ্চে ঘোষণা করেছেন ইউনুস।
২৫ জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাকশাল বা বাংলাদেশ কৃষক-শ্রমিক-আওয়ামী লিগ গঠন করেছিলেন। নয়া ব্যবস্থায় দেশে কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। সব দলকে বাকশালের অংশ করে নেওয়ার পাশাপাশি কেড়ে নেওয়া হয় একাধিক অধিকার। মাহফুজ শনিবার বাকশাল প্রসঙ্গ টেনে নিশানা করেন প্রয়াত মুজিবুর রহমান এবং তাঁর কন্যা শেখ হাসিনাকে। আওয়ামী লিগ ও হাসিনাকে দিল্লিপন্থী বলে দেগে দিয়ে এই তরুণ উপদেষ্টা বলেন, ওই দলকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। বাংলদেশের মাটিতে দিল্লিপন্থীদের স্থান নেই।