মুজিবর রহমানের জন্মদিনে শ্রদ্ধা
শেষ আপডেট: 16th March 2025 21:38
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন পালনে গুচ্ছ কর্মসূচি নিয়েছে ছাত্র লিগ। আওয়ামী লিগের এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান। গত বছর অক্টোবরে মহম্মদ ইউনুস সরকার ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশে।
ছাত্র লিগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, প্রতিকূলতার মধ্যেই বঙ্গবন্ধুর জন্মদিন পালনে প্রতিজ্ঞাবদ্ধ ছাত্র লিগ।
এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী। বাঙালি জাতিকে একটি মুক্ত-স্বাধীন মাতৃভূমি উপহার দেওয়ার কারিগর, মহাবিজয়ের মহানায়ক তুমি।
জীবনের মূল্যবান সময় কারাপ্রকোষ্ঠের অন্ধকারে কাটিয়ে, পরিবার ও সন্তানের মায়া ত্যাগ করে তুমি চেয়েছো দেশের প্রতিটি মানুষ এক স্বাধীন-সার্বভৌম দেশ পাক, প্রতিটি পরিবার নিজের স্বপ্ন-সম্ভাবনা নিয়ে বাঁচুক, প্রতিটি সন্তান শিক্ষা-মেধা-কর্মসংস্থানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। তোমার এই ত্যাগ, এই সংগ্রাম সফল হয়েছে ২৬ মার্চ স্বাধীনতার মাধ্যমে, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে।
হানাদার পাকিস্তানি বাহিনী, স্বাধীনতা বিরোধী রাজাকার গোষ্ঠী তোমার শক্তি-সাহস-সংকল্প-সংগ্রাম-নেতৃত্বের কাছে পরাজিত হয়েছে। সেই পরাজিত হানাদার ও ঘৃণিত স্বাধীনতা বিরোধী শক্তি ইউনুস নাম ধারণ করে আবার ফিরে এসেছে, তোমার স্বাধীন দেশকে, তোমার প্রিয় জনতাকে নিয়ে ছেলেখেলা শুরু করেছে।
তাঁরা আরও বলেছেন, হানাদার-রাজাকার বাহিনীর নেতা ইউনুস তোমার জন্মদিবস, মৃত্যুদিন, ঐতিহাসিক ৭ই মার্চ, ১০ জানুয়ারির স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকল রাষ্ট্রীয় আয়োজন বন্ধ ঘোষণা করেছে। তারা বাংলাদেশের আঁতুড়ঘর তোমার ধানমণ্ডি-৩২ ঘুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে।
কিন্তু পৃথিবীর মানচিত্রে যতদিন এদেশ থাকবে, এদেশে যতদিন একটি শিশুরও জন্ম হবে ততদিন তোমার নাম, তোমার কীর্তি চির ভাস্বর হয়ে থাকবে।
তোমার নামের বজ্র স্লোগানেই এদেশের জনতা আবারও পরাজিত করবে একাত্তরের পতিত ইউনুস বাহিনীকে। শুধু এবারই নয়, আগামীতেও যতবার এদেশে একাত্তরের পরাজিত শক্তি ইউনুস বা যে কোন নাম নিয়েই হাজির হোক না কেন, প্রতিবার তারা পরাজিত হবে তোমার দেখানো সংগ্রামকে অনুসরণ করেই।
ছাত্র লিগ জানিয়েছে, সোমবার শেখ মুজিবুরের ১০৫ তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বাংলাদেশের সর্বত্র শ্রদ্ধা নিবেদন করা হবে। দিনটি বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হত। এবার হবে না।
তবে ছাত্র লিগ জাতীয় শিশু দিবস পালন করবে।
সংগঠনটি জানিয়েছে, সোমবার বঙ্গবন্ধুর জন্মদিনে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় প্রার্থনার আয়োজন করা হবে। শিশুদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে রচিত বই উপহার দেওয়া হবে।