শেষ আপডেট: 9th April 2025 20:45
শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লিগ। সংগঠনের প্রতিটি ইউনিট থেকে ২০০ আড়াইশো নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে নির্দেশ দিয়েছে শেখ হাসিনার দল। এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ সরকার।
ওই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, ১. সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। ২. যাদের বিরুদ্ধে মামলা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। ৩. গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে। ৪. ফেরিঘাট রেল স্টেশন ও বাসস্ট্যান্ডের উপর নজরদারি বাড়াতে হবে। ৫. স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবিলা করতে হবে। এই ব্যাপারে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সাহায্য নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত সমাজমাধ্যমে নজর চালাতে হবে। আওয়ামীকে অর্থ দিয়ে সাহায্য করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর। এমনকী ভাড়ায় চালিত বাস, মিনিবাসের উপরও নজর রাখতে বলা হয়েছে।
পুলিশের এই নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লিগ। তাদের বক্তব্য, আওয়ামী লিগের নেতা কর্মীদের নতুন করে জেলে পুরতেই কাল্পনিক গোয়েন্দা রিপোর্টের কথা বলছে পুলিশ। সেই সঙ্গে আওয়ামী লিগ বলছে, শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন।