শেষ আপডেট: 1st February 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: ঘোষণা মতো শনিবার পথে নামল আওয়ামী লিগ। আগামী ৭ ফেব্রুয়ারি মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের মেয়াদ ছয় মাস পূর্ণ হবে। তার আগে শনিবার, ১ ফেব্রুয়ারি থেকে ১৮ তারিখ পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনার দল।
শনিবার প্রথম দিনের কর্মসূচি মেনে ঢাকা সহ দেশের নানা জায়গায় লিফলেট বিলি করে দল। সেই সঙ্গে দেওয়ালে লেখা হয় 'জয় বাংলা' এবং 'ফিরবেন হাসিনা', 'আস্থা হাসিনায়' ইত্যাদি। এখনও পর্যন্ত বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি।
ঢাকায় জাতীয় প্রেসক্লাব এলাকায় দলের কর্মসূচী সফল করতে আওয়ামী লিগের নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।
সকাল সাড়ে আটটা থেকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা। লিফলেট বিতররণে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন আজ থেকে টানা পাঁচদিন সারাদেশসহ ঢাকা মহানগরে লিফলেট বিতরণ কর্মসূচি চলবে।
এছাড়া লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলিগের সাবেক সহ-সভাপতি এসএম আব্দুর রহিম, বাংলাদেশ ছাত্রলিগের সাবেক সহ- সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলিগের সাবেক সহ-সভাপতি এমএম নাজমুল হাসান ও সহ-সভাপতি হাসান আহমেদ খান, সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলি হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্য নেতৃবৃন্দ।
লিফলেটে বলা হয়েছে, অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনূসের পদত্যাগের দাবি। শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লিগ। এছাড়া উপাসনালয়ে হামলা বন্ধ এবং সকলের জীবন ও সম্পদ রক্ষার দাবি জানিয়েছে শেখ হাসিনার দল।